এসো জাদু শিখি ঈদ মোবারক by রাজীব বসাক
ঈদ কিন্তু চলে এল প্রায়! মনের আঙিনায় জমে
থাকা হাজারো খুশিকে আমরা ভাগ করে নেব অন্য সবার সঙ্গে। সেই সঙ্গে থাকবে
জাদু। চলো ঈদের জন্য একটা জাদু শিখে নেই।
দর্শক যা দেখবে
এক টুকরা সাদা কাগজকে এপিঠ-ওপিঠ সম্পূর্ণ সাদা দেখিয়ে জাদুকর যেই না সেটিকে একটি জ্বলন্ত মোমবাতির শিখার কাছে নিয়ে ধরলেন, দেখা গেল তাতে ভেসে উঠেছে একটি লেখা, ‘ঈদ মোবারক।’
প্রয়োজনীয় সরঞ্জাম
একটি লেবু, একটি ছুরি, লেবুর রস নেওয়ার জন্য ছোট্ট একটি পাত্র, একটি তুলি, এক টুকরা কাগজ, একটি মোমবাতি ও এক বক্স দেশলাই।
পেছনের জাদু
প্রথমেই পরিষ্কার এক টুকরা সাদা কাগজ এবং একটি তুলি হাতের কাছে রেখে আগে থেকেই জোগাড় করা লেবুটি ছুরি দিয়ে কেটে ছোট্ট একটি পাত্রে এর রস সংগ্রহ করে নাও। তুলির সাহায্যে সেই সাদা কাগজটিতে ‘ঈদ মোবারক’ কথাটি সুন্দরভাবে লিখে নাও। কাগজটি যখন শুকিয়ে যাবে, তখনই তুমি জাদুটি দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলা যায়।
প্রদর্শনের পদ্ধতি
এবার যখন জাদুটি দেখাবে, তখন ঈদ নিয়েই খণ্ড খণ্ড কিছু গল্প সাজিয়ে বলতে পারো। তারপরই অভিনয়ের কিছুটা মিশেল দিয়ে তুমি তোমার দর্শকদের কিছুটা বলো এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে জ্বলন্ত মোমবাতিটির কাছে সেই সাদা কাগজটিকে এপিঠ-ওপিঠ খালি দেখিয়ে খানিকক্ষণ ধরে রাখো। দেখবে, নিজে থেকেই সেই সাদা কাগজে কালো হরফে ভেসে উঠেছে তোমার লিখে রাখা সেই কথা কটিই, ‘ঈদ মোবারক’।
এক টুকরা সাদা কাগজকে এপিঠ-ওপিঠ সম্পূর্ণ সাদা দেখিয়ে জাদুকর যেই না সেটিকে একটি জ্বলন্ত মোমবাতির শিখার কাছে নিয়ে ধরলেন, দেখা গেল তাতে ভেসে উঠেছে একটি লেখা, ‘ঈদ মোবারক।’
প্রয়োজনীয় সরঞ্জাম
একটি লেবু, একটি ছুরি, লেবুর রস নেওয়ার জন্য ছোট্ট একটি পাত্র, একটি তুলি, এক টুকরা কাগজ, একটি মোমবাতি ও এক বক্স দেশলাই।
পেছনের জাদু
প্রথমেই পরিষ্কার এক টুকরা সাদা কাগজ এবং একটি তুলি হাতের কাছে রেখে আগে থেকেই জোগাড় করা লেবুটি ছুরি দিয়ে কেটে ছোট্ট একটি পাত্রে এর রস সংগ্রহ করে নাও। তুলির সাহায্যে সেই সাদা কাগজটিতে ‘ঈদ মোবারক’ কথাটি সুন্দরভাবে লিখে নাও। কাগজটি যখন শুকিয়ে যাবে, তখনই তুমি জাদুটি দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলা যায়।
প্রদর্শনের পদ্ধতি
এবার যখন জাদুটি দেখাবে, তখন ঈদ নিয়েই খণ্ড খণ্ড কিছু গল্প সাজিয়ে বলতে পারো। তারপরই অভিনয়ের কিছুটা মিশেল দিয়ে তুমি তোমার দর্শকদের কিছুটা বলো এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে জ্বলন্ত মোমবাতিটির কাছে সেই সাদা কাগজটিকে এপিঠ-ওপিঠ খালি দেখিয়ে খানিকক্ষণ ধরে রাখো। দেখবে, নিজে থেকেই সেই সাদা কাগজে কালো হরফে ভেসে উঠেছে তোমার লিখে রাখা সেই কথা কটিই, ‘ঈদ মোবারক’।
No comments