মার্কিন সেনা ঘাঁটির ৮ আফগান কর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানের একটি মার্কিন সেনাঘাঁটির
বেসামরিক আট আফগানকর্মীকে গুলি করে হত্যা করেছে তালেবান। পুলিশ জানিয়েছে,
দক্ষিণ কাবুলে যুক্তরাষ্ট্রের 'ক্যাম্প শাঙ্ক'-এ কর্মরত এসব ব্যক্তিকে
কর্মস্থলে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
মুসলিমদের পবিত্র রমজান মাস শুরুর পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তালেবান অবশ্য দায় স্বীকার করেনি।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা গতকাল জানান, নিহত ব্যক্তিরা সেনাঘাঁটির পরিচ্ছন্নতা ও নির্মাণকর্মী ছিলেন। গতকাল সকালে কাজে যাচ্ছিলেন তাঁরা। পথে অস্ত্রের মুখে জঙ্গিরা তাদের গাড়ি থেকে নামিয়ে পাশের একটি গ্রামে নিয়ে যায়। সেখানে তাঁদের মাথায় গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, নিহতদের সবার চোখ বাঁধা ছিল। তাঁদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বিবিসি।
মুসলিমদের পবিত্র রমজান মাস শুরুর পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তালেবান অবশ্য দায় স্বীকার করেনি।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা গতকাল জানান, নিহত ব্যক্তিরা সেনাঘাঁটির পরিচ্ছন্নতা ও নির্মাণকর্মী ছিলেন। গতকাল সকালে কাজে যাচ্ছিলেন তাঁরা। পথে অস্ত্রের মুখে জঙ্গিরা তাদের গাড়ি থেকে নামিয়ে পাশের একটি গ্রামে নিয়ে যায়। সেখানে তাঁদের মাথায় গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, নিহতদের সবার চোখ বাঁধা ছিল। তাঁদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। উদ্ধারের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বিবিসি।
No comments