কবিতা কান্না, কিংবা চোখের অসুখ by বদরে মুনীর
বিষণ্ন গাছের সামনে নিজেকে তোমার কেন বোকা বোকা লাগে,
অশেষ পাতকী মনে হয়?
অশেষ পাতকী মনে হয়?
মাটি যদি সর্বসহা, বৃক্ষ তবে সর্বস্ব সহায়—
তবু ভয়, অপ্রস্তুত মনে হয়; কাটে না সংশয়।
গাছের বিষাদে যদি অন্ধকারে নোনা দুঃখ চিবুকে গড়ায়,
গ্লানির গণিত-ভর্তি রাফ খাতার বুক
যদি ভাসে জলোচ্ছ্বাসে, লোকে যদি বৃথা রাত্রি জাগে—
হতে পারে, মনে হতে পারে,
এ-বারিষ কান্না, কিংবা চোখের অসুখ।
তবু ভয়, অপ্রস্তুত মনে হয়; কাটে না সংশয়।
গাছের বিষাদে যদি অন্ধকারে নোনা দুঃখ চিবুকে গড়ায়,
গ্লানির গণিত-ভর্তি রাফ খাতার বুক
যদি ভাসে জলোচ্ছ্বাসে, লোকে যদি বৃথা রাত্রি জাগে—
হতে পারে, মনে হতে পারে,
এ-বারিষ কান্না, কিংবা চোখের অসুখ।
No comments