বিএসএফের গুলিতে কাশ্মীরে সাত বিক্ষোভকারী নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাত বিক্ষোভকারী মারা গেছে। আহত হয়েছে
৩০ জন। গতকাল বৃহস্পতিবার রাজ্যের রম্বন জেলার গুল এলাকায় বিএসএফ
ক্যাম্পের বাইরে এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে গ্রীষ্মকালীন
রাজধানী শ্রীনগর থেকে ধর্মীয় ও বিচ্ছিন্নতাবাদী নেতারা আজ শুক্রবার
রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। ধর্মীয় এক নেতার ভাইকে শারীরিক
নির্যাতনের প্রতিবাদে ওই ক্যাম্প ঘেরাও করেছিল স্থানীয় লোকজন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। ঘটনার পর গোটা রাজ্যে নিরাপত্তা সম্পর্কিত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিএসএফের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বুধবার ফজরের নামাজ শেষে হাজারো মানুষ গুল এলাকার বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের ক্যাম্পটি ঘেরাও করে। শুরুতে বিএসএফ জওয়ানরা কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ক্যাম্পের দিকে ইট-পাথর ছুড়লে পাল্টা গুলি ছোড়ে বিএসএফ। আহতদের আকাশপথে জম্মুর (শীতকালীন রাজধানী) সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলা হচ্ছে, চারজনের মরদেহ সরিয়ে নিয়েছে স্থানীয় লোকজন।
উল্লেখ্য, রম্বনে নির্মাণাধীন একটি রেলপথের নিরাপত্তার জন্য বিএসএফের ৭৬ ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, পিটিআই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। ঘটনার পর গোটা রাজ্যে নিরাপত্তা সম্পর্কিত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিএসএফের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, বুধবার ফজরের নামাজ শেষে হাজারো মানুষ গুল এলাকার বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের ক্যাম্পটি ঘেরাও করে। শুরুতে বিএসএফ জওয়ানরা কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ক্যাম্পের দিকে ইট-পাথর ছুড়লে পাল্টা গুলি ছোড়ে বিএসএফ। আহতদের আকাশপথে জম্মুর (শীতকালীন রাজধানী) সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলা হচ্ছে, চারজনের মরদেহ সরিয়ে নিয়েছে স্থানীয় লোকজন।
উল্লেখ্য, রম্বনে নির্মাণাধীন একটি রেলপথের নিরাপত্তার জন্য বিএসএফের ৭৬ ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, পিটিআই।
No comments