সুপ্রভাত by ইমতিয়াজ মাহমুদ
যদি থুতু ছিটাতে ভালো লাগে তো ছিটাও
ওই থুতুও ফুল হয়ে ফুটে উঠতে পারে!
ওই থুতুও ফুল হয়ে ফুটে উঠতে পারে!
রক্ত
বেয়ে
বেয়ে
ওঠা যায় যেমন
হাড়-কলজের পাহাড়ে!
তবু কেউ ঠায় বসে থাকে
আর ডাকে ‘জাগো জাগো’
আমি থুতুতে ফুল ফুটিয়ে
ঘুমহারা কণ্ঠে বলি,
ভাগো—
ভাগো হে লুম্পেন সুরকার
জেগে উঠবার জন্য
আমার ঘুমিয়ে পড়া দরকার!
বেয়ে
বেয়ে
ওঠা যায় যেমন
হাড়-কলজের পাহাড়ে!
তবু কেউ ঠায় বসে থাকে
আর ডাকে ‘জাগো জাগো’
আমি থুতুতে ফুল ফুটিয়ে
ঘুমহারা কণ্ঠে বলি,
ভাগো—
ভাগো হে লুম্পেন সুরকার
জেগে উঠবার জন্য
আমার ঘুমিয়ে পড়া দরকার!
No comments