ধূমপানে বছরে ৬০ লাখ লোক মারা যায় : ডাব্লিউএইচও
ধূমপানজনিত কারণে প্রতিবছর প্রায় ৬০ লাখ
লোক মারা যায়। এদের বেশির ভাগই নিম্ন ও মধ্য আয়ের দেশের। বিশ্ব স্বাস্থ্য
সংস্থা (ডাব্লিউএইচও) সম্প্রতি এ কথা বলেছে। তাদের মতে, একটু সচেতন হলেই এই
মৃত্যু ঠেকানো সম্ভব।
ডাব্লিউএইচও জানায়, বর্তমান ধারা
অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ ধূমপানজনিত মৃত্যুর সংখ্যা ৮০ লাখে পৌঁছবে।
এর মধ্যে ৮০ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের দেশের। সংস্থাটির মহাপরিচালক
মার্গারেট চ্যান বলেন, 'জরুরিভিত্তিতে ধূমপানের বিজ্ঞাপন, বিপণন, প্রচার
বন্ধ না করলে যুবসমাজ টোব্যাকো কম্পানিগুলোর শিকারে পরিণত হবে এবং ধূমপানে
আরো বেশি আসক্ত হয়ে পড়বে।' তিনি আরো বলেন, 'ধূমপানজনিত অসুস্থতা, শারীরিক
অক্ষমতা ও মৃত্যু রোধ করা প্রত্যেক দেশের দায়িত্ব।' ডাব্লিউএইচওর তথ্য
অনুযায়ী, চলতি বছরে মারা যাওয়া ৫০ লাখের মধ্যে ধূমপায়ীর পাশাপাশি ধূমপান
ছেড়ে দিয়েছে এমন মানুষ রয়েছে। এ ছাড়া ছয় লাখেরও বেশি রয়েছে পরোক্ষ ধূমপায়ী।
ধূমপানজনিত কারণে বিশ শতকে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ
সংখ্যা চলতি শতকে নাটকীয়ভাবে বাড়তে পারে। এ সংখ্যা ১০০ কোটিতে পৌঁছাতে পারে
বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। ডাব্লিউএইচওর পরিচালক ডগলাস বেচার বলেন,
'ধূমপানের সব ধরনের বিজ্ঞাপন, বিপণন এবং স্পন্সরশিপ বন্ধ করাই ধূমপান
কমানোর সবচেয়ে ফলপ্রসূ উপায়। ধূমপানসহ টোব্যাকোর অন্য সব ব্যবহার
নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া দেশগুলো কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য
মাত্রায় ধূমপানের ব্যবহার কমাতে সক্ষম হয়েছে।' সূত্র : এএফপি।
No comments