ঈদকার্ডের নকশা প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন
‘হরলিক্স-গোল্লাছুট ঈদকার্ডের নকশা
প্রতিযোগিতা’ শুরু হয়েছিল ৪ জুলাই। ১৬ জুলাই পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য
ঈদকার্ডের নকশা পাঠিয়েছিল প্রায় এক হাজার আট শ প্রতিযোগী। এর মধ্য থেকে দুই
বিভাগে মোট ১১ জন বিজয়ী হয়েছে।
গত বুধবার প্রথম আলো
কার্যালয়ে বিজয়ী নির্বাচন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, আবুল বারক আলভী,
সমরজিৎ রায় চৌধুরী ও অশোক কর্মকার। বিজয়ীরা প্রত্যেকেই পাবে ১০ হাজার টাকা
সমমূল্যের বই। বিজয়ীদের অভিনন্দন। তোমাদের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই
আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে
যারা:
ক বিভাগ
আয়ান সরকার, শ্রেণী: নার্সারি, হলি ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডার গার্টেন, মধ্যবাড্ডা, ঢাকা
খন্দকার মুহ্তাসিম হাসান, শ্রেণী: প্রথম, ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনার স্কুল, ঢাকা
মো. রাইয়ান ফেরদৌস, শ্রেণী: কেজি টু, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
শ্রেয়ান রশিদ, শ্রেণী: কেজি টু, সানিডেল স্কুল, ঢাকা
মাদেহা নাওয়ার, শ্রেণী: দ্বিতীয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ফাউজিয়া ফিরোজ, শ্রেণী: দ্বিতীয়, বিয়াম ল্যাবরেটরি ইংলিশ মিডিয়াম স্কুল, বগুড়া
জারিন সুবহা পারসা, শ্রেণী: চতুর্থ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা, ঢাকা
খ বিভাগ
আমিনুল ইসলাম রায়হান, শ্রেণী: সপ্তম, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ
সৌমিক রায়, শ্রেণী: নবম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
লামিয়া জাহান, শ্রেণী: দশম, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা
অনিকা ইবনাত মাহিয়া, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম।
ক বিভাগ
আয়ান সরকার, শ্রেণী: নার্সারি, হলি ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডার গার্টেন, মধ্যবাড্ডা, ঢাকা
খন্দকার মুহ্তাসিম হাসান, শ্রেণী: প্রথম, ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনার স্কুল, ঢাকা
মো. রাইয়ান ফেরদৌস, শ্রেণী: কেজি টু, মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
শ্রেয়ান রশিদ, শ্রেণী: কেজি টু, সানিডেল স্কুল, ঢাকা
মাদেহা নাওয়ার, শ্রেণী: দ্বিতীয়, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ফাউজিয়া ফিরোজ, শ্রেণী: দ্বিতীয়, বিয়াম ল্যাবরেটরি ইংলিশ মিডিয়াম স্কুল, বগুড়া
জারিন সুবহা পারসা, শ্রেণী: চতুর্থ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা, ঢাকা
খ বিভাগ
আমিনুল ইসলাম রায়হান, শ্রেণী: সপ্তম, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ
সৌমিক রায়, শ্রেণী: নবম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
লামিয়া জাহান, শ্রেণী: দশম, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা
অনিকা ইবনাত মাহিয়া, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম।
No comments