সবিতার গর্ভপাতের আবেদন গায়েব
ভারতীয় নারী সবিতা হালাপ্পানাভারের মৃত্যুতে তোলপাড় চলছে আয়ারল্যান্ডে। এ নিয়ে ভারতেও ক্ষোভ দেখা দেয়। বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়। সবিতা সমপ্রতি গর্ভ সঞ্চারের পর নানা জটিলতায় ভুগতে থাকেন।
তাই তিনি আয়ারল্যান্ড কর্তৃপক্ষের কাছে গর্ভপাত করার অনুমতি চান। কিন্তু তাকে অনুমতি দেয়নি আয়ারল্যান্ড। ফলে তিনি নানা জটিলতায় মারা যান। এ নিয়ে ব্যাপক কৌতূহল, উত্তেজনা, ক্ষোভ জমা হয়। বাধ্য হয়ে আয়ারল্যান্ড এ ঘটনায় তদন্ত কমিশন গঠন করে।
কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা গেছে, হাসপাতালের ফাইল থেকে সবিতার গর্ভপাতের অনুরোধ সংবলিত আবেদন গায়েব হয়ে গেছে। এমন অবস্থায় সবিতার স্বামী প্রবীণ ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন আয়ারল্যান্ড সরকারের ওপর চাপ সৃষ্টি করে। ৩১ বছর বয়সী সবিতা একজন ডেন্টিস্ট। তিনি বার বার গর্ভপাতের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাকে প্রতিবারই জবাবে বলা হয়েছে, আয়ারল্যান্ড ক্যাথলিক দেশ। সেখানে গর্ভপাতের কোন বিধান নেই।
No comments