'দেশি' প্রযুক্তিতে ড্রোন তৈরি করেছে ইরান
মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকায় আঘাত করতে সক্ষম এমন একটি চালকবিহীন বিমান (ড্রোন) তৈরির কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, 'দেশি' প্রযুক্তিতে তৈরি শাহেদ ১২৯ নামের ড্রোনটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে।
ইরানি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি গতকাল বুধবার এ খবর দিয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপোরেশন (আইআরজিসি) জানায়, বোমা ও ক্ষেপণাস্ত্রও বহন করতে পারবে দূরপাল্লার শাহেদ ১২৯। ফলে একই সঙ্গে এটি অনুসন্ধানী অভিযান ও যুদ্ধে অংশ নিতে পারবে।
গত বছর একটি মার্কিন ড্রোন প্রদর্শন করে ইরান। তারা তখন দাবি করে, ড্রোনটিকে তারা ভূপাতিত করেছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এর কিছুদিন পর আইআরজিসির মহাকাশ প্রকল্পের প্রধান আমির আলী হাজিজাদেহ জানান, তাঁরা মার্কিন ওই ড্রোনটির একটি নকল তৈরির চেষ্টা করছেন।
এ অবস্থায় শাহেদ ১২৯-এর সঙ্গে মার্কিন ড্রোনটির কোনো সাদৃশ্য আছে কি না, তা পরিষ্কার নয়। সূত্র : বিবিসি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপোরেশন (আইআরজিসি) জানায়, বোমা ও ক্ষেপণাস্ত্রও বহন করতে পারবে দূরপাল্লার শাহেদ ১২৯। ফলে একই সঙ্গে এটি অনুসন্ধানী অভিযান ও যুদ্ধে অংশ নিতে পারবে।
গত বছর একটি মার্কিন ড্রোন প্রদর্শন করে ইরান। তারা তখন দাবি করে, ড্রোনটিকে তারা ভূপাতিত করেছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এর কিছুদিন পর আইআরজিসির মহাকাশ প্রকল্পের প্রধান আমির আলী হাজিজাদেহ জানান, তাঁরা মার্কিন ওই ড্রোনটির একটি নকল তৈরির চেষ্টা করছেন।
এ অবস্থায় শাহেদ ১২৯-এর সঙ্গে মার্কিন ড্রোনটির কোনো সাদৃশ্য আছে কি না, তা পরিষ্কার নয়। সূত্র : বিবিসি।
No comments