দামেস্কের সামরিক সদর দপ্তরে বোমা হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর সদর দপ্তর ভবনে গতকাল বুধবার দুটি বোমা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি জানান, রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে একটি বোমা সামরিক দপ্তর প্রাঙ্গণেও স্থাপন করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি। হতাহতের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক সদর দপ্তরের মূল ভবনে বোমা বিস্ফোরণে আগুন ধরে যায়। স্থানীয় অধিবাসী ও রাষ্ট্রীয় টিভি জানায়, বিস্ফোরণ ঘটেছে দামেস্কের উমায়াদ চত্বরে অবস্থিত জেনারেল স্টাফ কমান্ড বিল্ডিংয়ে।
স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলি ও আরো ছোটখাটো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দও কানে আসে। ওই এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী 'ফ্রি সিরিয়ান আর্মি' এ হামলার দায় স্বীকার করেছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে সিরিয়ার কর্মকর্তারা বলছেন, হামলায় কিছু ক্ষয়ক্ষতি ছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দামেস্কে সামরিক বাহিনীর প্রাণকেন্দ্রে কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় বোমা বিস্ফোরণের ঘটনা বলে জানিয়েছেন ওই এলাকার কাছে অবস্থানরত কূটনীতিকরা। প্রথম বোমা বিস্ফোরণের ৫/৬ মিনিট পর দ্বিতীয় বোমা বিস্ফোরিত হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত ১৮ মাস দেশজুড়ে আন্দোলন-বিদ্রোহ চলছে। প্রথমে সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও সরকারি দমন-পীড়নের মুখে আন্দোলন বিদ্রোহে রূপ নেয়। সূত্র : বিবিসি, রয়টার্স।
স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলি ও আরো ছোটখাটো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দও কানে আসে। ওই এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।
সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী 'ফ্রি সিরিয়ান আর্মি' এ হামলার দায় স্বীকার করেছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে সিরিয়ার কর্মকর্তারা বলছেন, হামলায় কিছু ক্ষয়ক্ষতি ছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দামেস্কে সামরিক বাহিনীর প্রাণকেন্দ্রে কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় বোমা বিস্ফোরণের ঘটনা বলে জানিয়েছেন ওই এলাকার কাছে অবস্থানরত কূটনীতিকরা। প্রথম বোমা বিস্ফোরণের ৫/৬ মিনিট পর দ্বিতীয় বোমা বিস্ফোরিত হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত ১৮ মাস দেশজুড়ে আন্দোলন-বিদ্রোহ চলছে। প্রথমে সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও সরকারি দমন-পীড়নের মুখে আন্দোলন বিদ্রোহে রূপ নেয়। সূত্র : বিবিসি, রয়টার্স।
No comments