দিদারুলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ছাত্র ও তরুণ নাট্যাভিনেতা দিদারুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার দিদারুল ইসলাম চঞ্চল সঞ্চৃতি পরিষদ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, দিদারুলের মা খালেদা আক্তার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সভাপতি এ টি এম কামাল, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দিদারুলের খুনিদের গ্রেপ্তার করে তাঁদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।
গত ১৬ জুলাই রাতে দিদারুল নিখোঁজ হন। ১৮ জুলাই তাঁর লাশ উদ্ধার করা হয়।
গত ১৬ জুলাই রাতে দিদারুল নিখোঁজ হন। ১৮ জুলাই তাঁর লাশ উদ্ধার করা হয়।
No comments