প্রতিশ্রুতির ফুলঝুরি-কথা বেশি কাজ কম
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা এলাকায় কোনো সরকারি কলেজ ও বিদ্যালয় নেই। গত সংসদ নির্বাচনের আগে রাজবাড়ী-২ আসনের বর্তমান এমপি মো. জিল্লুল হাকিম পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ, পাংশা জজ উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে চরমপন্থীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে
চরমপন্থী সন্ত্রাসীদের দমন করারও একটি বড় প্রতিশ্রুতিও ছিল তাঁর। সে প্রতিশ্রুতিরও খুব একটা বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক সময়ে একাধিক চরমপন্থী তাদের অভ্যন্তরীণ গোলাগুলিতে নিহত হয়েছে। পুলিশ ও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বেশ কয়েকজন মানুষ। অনেকেই পার্শ্ববর্তী জেলা ও ভারতে আত্মগোপনে থেকে পরিচালনা করছে তাদের কর্মকাণ্ড। নিহত চরমপন্থী নেতাদের রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার রয়ে গেছে তাদেরই সহযোগীদের কাছে। পুলিশ ও র্যাব সদস্যরা কিছুসংখ্যক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও সেই তুলনায় অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে খুবই কম। অন্যদিকে পাংশায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা দাবি, কিশোরকে অপহরণের পর হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়াসহ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। একই সঙ্গে কাঁচা রাস্তা পাকাকরণ, ব্রিজ, কালভার্ট স্থাপন করাসহ পাংশা উপজেলা শহর যানজটমুক্ত করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে কিছু কিছু এলাকায় কাঁচা রাস্তা পাকাকরণ এবং ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। এখনো বেশির ভাগ কাঁচা রাস্তা পাকা করাসহ ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হয়নি। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এখনো রয়েছে ছোট-বড় বাঁশের সাঁকো। পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও এখনো তা হয়নি। বন্ধ হয়নি দুর্নীতি।
নবগঠিত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাশেম মণ্ডল বলেন, 'আওয়ামী লীগ ও বিএনপির সময় একাধিকবার গঙ্গানন্দনপুরের হিরু মোল্লার ঘাট এলাকায় একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাঁশের সাঁকো আর ডিঙ্গি নৌকায় করে হরিণবাড়িয়ার চর এলাকার ১৬-১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ৩০ বছর ধরে চরম ভোগান্তির মধ্য দিয়ে কালুখালী উপজেলা শহরে আসা-যাওয়া করছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ব্রিজ নির্মাণের লক্ষ্যে একাধিকবার মাপঝোখ করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।'
নবগঠিত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাশেম মণ্ডল বলেন, 'আওয়ামী লীগ ও বিএনপির সময় একাধিকবার গঙ্গানন্দনপুরের হিরু মোল্লার ঘাট এলাকায় একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাঁশের সাঁকো আর ডিঙ্গি নৌকায় করে হরিণবাড়িয়ার চর এলাকার ১৬-১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ৩০ বছর ধরে চরম ভোগান্তির মধ্য দিয়ে কালুখালী উপজেলা শহরে আসা-যাওয়া করছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ব্রিজ নির্মাণের লক্ষ্যে একাধিকবার মাপঝোখ করা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।'
No comments