উল্টো পথ ধরেছে ব্রাদার্সও-ফরাশগঞ্জ-১ :ব্রাদার্স-০ রহমতগঞ্জ-৩ : ওয়ারী-০
ইংলিশ প্রিমিয়ার লীগ যেন গিরিপথ! তুষারাবৃত পথে বড় দলগুলো এক দম এগোয় তো পরের ম্যাচেই পা হড়কায়। ম্যানইউ, ম্যানসিটি, চেলসি, আর্সেনালের উত্থান-পতন চলছেই। গ্রামীণফোন ফেডারেশন কাপে কিন্তু অন্যতম বিশ্বসেরা লীগের ছায়া! গত তিন ম্যাচের চিত্র সে কথাই বলছে। মুক্তিযোদ্ধা আর মোহামেডানের পর হারের উল্টো পথে হেঁটেছে ব্রাদার্স ইউনিয়নও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একমাত্র গোলে গোপীবাগের ক্লাবটিকে হারিয়েছে ফরাশগঞ্জ। একই দিন
বিজয়োল্লাস করেছে প্রতিবেশী রহমতগঞ্জও। কমলাপুরে ওয়ারী ক্লাবের বিরুদ্ধে ৩-০ গোলের আয়েশি জয় পেয়েছে পুরান ঢাকার দলটি। শুক্রবারের মতো বিস্ময় ছিল না, তবে ব্রাদার্সের বিপক্ষে ফরাশগঞ্জের জয় অনেকেই অঘটনের কাতারেই ফেলছেন। একসময়কার পরাশক্তিরা যদিও কাগুজে বাঘ! তারপরও বড় দলের তকমা তো ব্রাদার্সের পাশে আছে। ম্যাচ শুরুর পর তা মাঠেও প্রতিফলিত হয়েছিল। তবে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করতে পারেনি সৈয়দ নাঈমুদ্দিনের দল। তুলনামূলক প্রাধান্য বিস্তার করলেও গোল করার মতো সম্ভাবনা জাগাতে পারেনি কমলা রঙের জার্সিধারীরা। গোলশূন্য প্রথমার্ধ শেষে পরের অর্ধেও উল্লেখযোগ্য তেমন সম্ভাবনা জাগাতে পারেনি কোনো দল।
গোলবন্ধ্যত্বের আরেক ম্যাচ_ ধারণাটি যখন দৃঢ় হচ্ছিল, তখনই ফরাশগঞ্জ অধিনায়ক জুয়েল রানার ছোট এক ম্যাজিক! মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের প্রতিরোধ ছিটকে দিয়েছেন। বক্সের ডান দিক থেকে তার আড়াআড়ি পাসে কেবল পা ছোঁয়ানোর কাজটিই বাকি ছিল। সে কাজ করেছেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। ১-০ গোলে এগিয়ে যায় গত বছর স্বাধীনতা দিবস ফুটবলে চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। শেষ পর্যন্ত এটাই ম্যাচের ফল নির্ধারক হয়ে দাঁড়ায়। দুই ম্যাচে ৪ পয়েন্ট_ ফরাশগঞ্জ শিবিরে বইছে দখিনা বাতাস! কোয়ার্টার ফাইনালের পথ প্রশস্ত করেছে ক্লাবটি। উল্টো চিত্র ব্রাদার্সের। দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে পেছনের পায়ে চলে গেছে গত আসরের সেমিফাইনালিস্টরা।
ম্যাচ শেষে ফরাশগঞ্জ কোচ কামাল বাবু বলেছেন, 'কৌশলের অংশ হিসেবেই ২০ মিনিট ব্রাদার্সকে খেলার সুযোগ দিয়েছি আমরা। এরপরই কৌশল বদলে আক্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জয়ের লক্ষ্য ছিল, ছেলেরা পরিকল্পনা মাফিক খেলায় তা অর্জিত হয়েছে।' হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি ব্রাদার্স কোচ নাঈমুদ্দিন। 'দল খারাপ খেলেনি। অনেক সুযোগ এসেছিল, আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। দলে সমন্বয় গড়তে আরও সময় লাগবে'_ বলেছেন জাতীয় দলের সাবেক এ কোচ।
দুই আফ্রিকানের কাঁধে চড়ে এসেছে রহমতগঞ্জের জয়। পঞ্চম মিনিটে একক প্রচেষ্টায় করা গোলে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফ্রান্সিস। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাকি চিবুই ডিভাইন। ৯ মিনিট পর তৃতীয় গোল করেন সেই লাকি। দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে রহমতগঞ্জ। তবে গোল গড়ে ফরাশগঞ্জের ওপরে আছে ক্লাবটি। শেষ ম্যাচে ড্র করলে উভয় দল কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে। রহমতগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স, ফরাশগঞ্জের প্রতিপক্ষ ওয়ারী।
গোলবন্ধ্যত্বের আরেক ম্যাচ_ ধারণাটি যখন দৃঢ় হচ্ছিল, তখনই ফরাশগঞ্জ অধিনায়ক জুয়েল রানার ছোট এক ম্যাজিক! মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারের প্রতিরোধ ছিটকে দিয়েছেন। বক্সের ডান দিক থেকে তার আড়াআড়ি পাসে কেবল পা ছোঁয়ানোর কাজটিই বাকি ছিল। সে কাজ করেছেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। ১-০ গোলে এগিয়ে যায় গত বছর স্বাধীনতা দিবস ফুটবলে চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। শেষ পর্যন্ত এটাই ম্যাচের ফল নির্ধারক হয়ে দাঁড়ায়। দুই ম্যাচে ৪ পয়েন্ট_ ফরাশগঞ্জ শিবিরে বইছে দখিনা বাতাস! কোয়ার্টার ফাইনালের পথ প্রশস্ত করেছে ক্লাবটি। উল্টো চিত্র ব্রাদার্সের। দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করে পেছনের পায়ে চলে গেছে গত আসরের সেমিফাইনালিস্টরা।
ম্যাচ শেষে ফরাশগঞ্জ কোচ কামাল বাবু বলেছেন, 'কৌশলের অংশ হিসেবেই ২০ মিনিট ব্রাদার্সকে খেলার সুযোগ দিয়েছি আমরা। এরপরই কৌশল বদলে আক্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জয়ের লক্ষ্য ছিল, ছেলেরা পরিকল্পনা মাফিক খেলায় তা অর্জিত হয়েছে।' হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি ব্রাদার্স কোচ নাঈমুদ্দিন। 'দল খারাপ খেলেনি। অনেক সুযোগ এসেছিল, আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। দলে সমন্বয় গড়তে আরও সময় লাগবে'_ বলেছেন জাতীয় দলের সাবেক এ কোচ।
দুই আফ্রিকানের কাঁধে চড়ে এসেছে রহমতগঞ্জের জয়। পঞ্চম মিনিটে একক প্রচেষ্টায় করা গোলে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফ্রান্সিস। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাকি চিবুই ডিভাইন। ৯ মিনিট পর তৃতীয় গোল করেন সেই লাকি। দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে রহমতগঞ্জ। তবে গোল গড়ে ফরাশগঞ্জের ওপরে আছে ক্লাবটি। শেষ ম্যাচে ড্র করলে উভয় দল কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে। রহমতগঞ্জের প্রতিপক্ষ ব্রাদার্স, ফরাশগঞ্জের প্রতিপক্ষ ওয়ারী।
No comments