জয়ে ফিরেছে ইন্টার
দলের জন্য সৌভাগ্যই বয়ে এনেছেন নতুন কোচ ক্লদিও রানিয়েরি। মৌসুমের শুরু থেকেই খোঁড়াতে থাকা ইন্টার মিলান এবার রানিয়েরির পরশে লিগের পর চ্যাম্পিয়নস লিগেও জিতল। কাল রাশিয়ার সিএসকেএ মস্কোকে ৩-২ গোলে হারিয়েছে ২০১০-এর চ্যাম্পিয়নরা। অথচ প্রথম ম্যাচে ইন্টার নিজেদের মাঠে হেরেছিল পুঁচকে ত্রাবজনস্পরের কাছে! ওয়েবসাইট।
কাল ৬ মিনিটে লুসিও প্রথম এগিয়ে নেন দলকে। এর পর ২৩ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন পাজ্জিনি। বড় জয়ের ইঙ্গিত যখন দিচ্ছিল ইতালির ক্লাবটি, প্রথমার্ধের শেষ মাথায় একটা গোল শোধ করে দিয়ে মস্কো বুঝিয়ে দেয়, কাজটা অত সহজ হবে না। ৭৭ মিনিটে লাভের গোল স্কোর লাইন করে দেয় ২-২!
কিন্তু এক মিনিট পরেই জারাতের গোলে আবার এগিয়ে যায় ইন্টার। শেষ পর্যন্ত এই গোলটা শোধ করে দিতে পারেনি স্বাগতিকেরা।
কাল ৬ মিনিটে লুসিও প্রথম এগিয়ে নেন দলকে। এর পর ২৩ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন পাজ্জিনি। বড় জয়ের ইঙ্গিত যখন দিচ্ছিল ইতালির ক্লাবটি, প্রথমার্ধের শেষ মাথায় একটা গোল শোধ করে দিয়ে মস্কো বুঝিয়ে দেয়, কাজটা অত সহজ হবে না। ৭৭ মিনিটে লাভের গোল স্কোর লাইন করে দেয় ২-২!
কিন্তু এক মিনিট পরেই জারাতের গোলে আবার এগিয়ে যায় ইন্টার। শেষ পর্যন্ত এই গোলটা শোধ করে দিতে পারেনি স্বাগতিকেরা।
No comments