টাটা না এলে রেলের কারখানা: মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠী কারখানা করতে চাইলে ৬০০ একর জমিতে করতে পারে, নইলে ওই জমিতে রাজ্য সরকার মেট্রোরেলের কোচ তৈরির কারখানা গড়ার উদ্যোগ নেবে।
মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সোমবার প্রথমবারের মতো সিঙ্গুর সফরে গিয়ে মমতা এ ঘোষণা দেন।
এদিকে আজ বুধবার সিঙ্গুর মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। টাটা গোষ্ঠী সিঙ্গুরের জমি আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এ মামলাটি করেছিল।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীকে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার ২০০৭ সালে ৯৯৭.১১ একর জমি ইজারা দেয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সোমবার প্রথমবারের মতো সিঙ্গুর সফরে গিয়ে মমতা এ ঘোষণা দেন।
এদিকে আজ বুধবার সিঙ্গুর মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। টাটা গোষ্ঠী সিঙ্গুরের জমি আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এ মামলাটি করেছিল।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীকে ন্যানো গাড়ির কারখানা নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার ২০০৭ সালে ৯৯৭.১১ একর জমি ইজারা দেয়।
No comments