সিরিয়ায় বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে কয়েক হাজার নারীর বিক্ষোভ
গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে সিরিয়ায় গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূূচি পালন করেছেন কয়েক হাজার নারী। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান মহাসড়কে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের কর্মী রামি আবদেল রহমান জানান, গত মঙ্গলবার বাইদা শহরে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া কয়েক শ বিক্ষোভকারীর মুক্তির দাবিতে বুধবার পাঁচ হাজারেরও বেশি নারী টারটাস এবং বানিয়াস শহরের প্রধান সংযোগ সড়কে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
উপকূলীয় শহর বানিয়াস এবং বাইদা নামের একটি গ্রামে গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় কয়েক শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
দেশটিতে ৫০ বছরেরও বেশি সময় ধরে বলবৎ জরুরি আইন প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে। এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানী হয়েছে।
উপকূলীয় শহর বানিয়াস এবং বাইদা নামের একটি গ্রামে গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় কয়েক শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
দেশটিতে ৫০ বছরেরও বেশি সময় ধরে বলবৎ জরুরি আইন প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে। এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানী হয়েছে।
No comments