বায়ু চলাচল পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশগুলো
জাপানে পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় গুরুত্বের সঙ্গে বায়ু চলাচল পর্যবেক্ষণ করছে দেশটির প্রতিবেশীরা।
গত শুক্রবার দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প এবং ভূমিকম্প-পরবর্তী সুনামিতে উত্তর-পূর্ব উপকূলের ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব কোন এলাকায় পড়বে, তার অনেকটা নির্ভর করবে ওই কেন্দ্র থেকে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে তার ওপর।
গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সেফটির নিরাপত্তা বিশ্লেষক লি ডার্ক-হান বলেন, ‘বর্তমানে বাতাস পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। ফলে জাপানের পারমাণবিক দুর্ঘটনার তেজস্ক্রিয়তার প্রভাব এখনো দেখা যায়নি। তবে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হলে আমাদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
চীনের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ লিয়াওনিংয়ের কর্মকর্তারা বাতাসে সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ রয়েছে কি না, তা পর্যবেক্ষণ শুরু করেছেন। তবে কোনো তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত করা যায়নি।
পরমাণু-বিষয়ক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রদেশটি এখনো আক্রান্ত হয়নি।
গত শুক্রবার দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প এবং ভূমিকম্প-পরবর্তী সুনামিতে উত্তর-পূর্ব উপকূলের ফুকুশিমায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব কোন এলাকায় পড়বে, তার অনেকটা নির্ভর করবে ওই কেন্দ্র থেকে বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে তার ওপর।
গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সেফটির নিরাপত্তা বিশ্লেষক লি ডার্ক-হান বলেন, ‘বর্তমানে বাতাস পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। ফলে জাপানের পারমাণবিক দুর্ঘটনার তেজস্ক্রিয়তার প্রভাব এখনো দেখা যায়নি। তবে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হলে আমাদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
চীনের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ লিয়াওনিংয়ের কর্মকর্তারা বাতাসে সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থ রয়েছে কি না, তা পর্যবেক্ষণ শুরু করেছেন। তবে কোনো তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত করা যায়নি।
পরমাণু-বিষয়ক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রদেশটি এখনো আক্রান্ত হয়নি।
No comments