যুক্তরাষ্ট্রের তিনটি বাতিল মহাকাশযান যাচ্ছে জাদুঘরে
বাতিল হওয়া তিনটি মহাকাশযান জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও ওয়াশিংটনের জাদুঘরে এসব নভোযান পাঠানো হবে।
রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ অভিযানের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার ফ্লোরিডায় এ ঘোষণা দেওয়া হয়। প্রথম মানুষ হিসেবে তিনি মহাকাশ অভিযানে যান।
ভার্জিনিয়ার এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ডিসকভারি, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আটলান্টিস এবং লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে এনডেভার মহাকাশযান রাখা হবে। এ ছাড়া উড়োজাহাজের আদলে নির্মিত এন্টারপ্রাইজ নামের আরেকটি যান পাঠানো হবে নিউইয়র্ক সিটির ইন্ট্রেপ্রিড জাদুঘরে। এই যানটি কখনো আকাশে ওড়েনি।
নাসার প্রশাসক সাবেক নভোচারী চার্লিস বোল্ডেন বলেন, প্রতিটি মহাকাশযান নিয়ে বলার মতো গল্প আছে। তিনি বলেন, ‘আমাদের যানগুলোর যত্ন নেবেন। এসব যান আপনাদের ভালো সেবা দিয়েছে।’
যুক্তরাষ্ট্রের ২১টি প্রতিষ্ঠান এসব বাতিল মহাকাশযান নিতে চেয়েছিল।
রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ অভিযানের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার ফ্লোরিডায় এ ঘোষণা দেওয়া হয়। প্রথম মানুষ হিসেবে তিনি মহাকাশ অভিযানে যান।
ভার্জিনিয়ার এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ডিসকভারি, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আটলান্টিস এবং লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া সায়েন্স সেন্টারে এনডেভার মহাকাশযান রাখা হবে। এ ছাড়া উড়োজাহাজের আদলে নির্মিত এন্টারপ্রাইজ নামের আরেকটি যান পাঠানো হবে নিউইয়র্ক সিটির ইন্ট্রেপ্রিড জাদুঘরে। এই যানটি কখনো আকাশে ওড়েনি।
নাসার প্রশাসক সাবেক নভোচারী চার্লিস বোল্ডেন বলেন, প্রতিটি মহাকাশযান নিয়ে বলার মতো গল্প আছে। তিনি বলেন, ‘আমাদের যানগুলোর যত্ন নেবেন। এসব যান আপনাদের ভালো সেবা দিয়েছে।’
যুক্তরাষ্ট্রের ২১টি প্রতিষ্ঠান এসব বাতিল মহাকাশযান নিতে চেয়েছিল।
No comments