মবিল যমুনার সময় বাড়ানোর আবেদন বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য মবিল যমুনা লিমিটেডের (এমজেএল) আবেদন বাতিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার দুপুরে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইসি সূত্রে জানা যায়, কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। এ নিয়ম অনুযায়ী ২২ মার্চ এ প্রতিষ্ঠানের তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে।
ওই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইপিওর টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী তালিকাভুক্তির পর শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে গেলে ছয় মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানকে প্রাথমিক বিনিয়োগকারীদের শেয়ার বাইব্যাক করতে হবে।
কিন্তু লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক ও সেকেন্ডারি বিনিয়োগকারীদের আলাদা করা সম্ভব নয়, যার কারণে প্রতিষ্ঠানটির পক্ষে শর্তটি মেনে নেওয়া সম্ভব নয়। আর এ কারণে ডিএসই ও এসইসি এ শর্ত মেনে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করতে রাজি হচ্ছে না।
এরই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এমজেএল আইপিওর সময় বাড়ানোর জন্য আবেদন করে।
এসইসি সূত্রে জানা যায়, কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। এ নিয়ম অনুযায়ী ২২ মার্চ এ প্রতিষ্ঠানের তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে।
ওই সময়ের মধ্যে তালিকাভুক্ত হতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইপিওর টাকা বিনিয়োগকারীদের ফেরত দিতে হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী তালিকাভুক্তির পর শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে গেলে ছয় মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানকে প্রাথমিক বিনিয়োগকারীদের শেয়ার বাইব্যাক করতে হবে।
কিন্তু লেনদেনের ক্ষেত্রে প্রাথমিক ও সেকেন্ডারি বিনিয়োগকারীদের আলাদা করা সম্ভব নয়, যার কারণে প্রতিষ্ঠানটির পক্ষে শর্তটি মেনে নেওয়া সম্ভব নয়। আর এ কারণে ডিএসই ও এসইসি এ শর্ত মেনে প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করতে রাজি হচ্ছে না।
এরই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এমজেএল আইপিওর সময় বাড়ানোর জন্য আবেদন করে।
No comments