ম্যাচ-সিরিজ দুটোই জিতল দক্ষিণ আফ্রিকা
মাঠে টানা তিন ম্যাচে এত নাটক হলো, মাঠের বাইরে না হলে চলে! জুলকারনাইন হায়দারের চমকপ্রদ ‘অন্তর্ধান’ রহস্যের পর কাল চমক ছিল পাকিস্তানের একাদশেও। শেষ ম্যাচে খেললেন চোটের কারণে ওয়ানডে স্কোয়াডেই না থাকা মোহাম্মদ ইউসুফ! টেস্ট সিরিজ খেলতে আগের দিনই দুবাই পৌঁছেছেন ইউসুফ, পরদিনই নামিয়ে দেওয়া হয়েছে মাঠে।
এসব নাটক মাঠে অবশ্য প্রভাব ফেলেনি। সিরিজে জয়ের ক্রমধারা মেনে কাল শেষ ওয়ানডেতে ৫৭ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজটিও দক্ষিণ আফ্রিকা জিতে নিল ৩-২ ব্যবধানে। টস-জয়ী দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে গড়ে ৩১৭/৫ রানের পুঁজি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এই প্রথম দেখল তিন শ রানের স্কোর। খুব বড় একক অবদান নেই কারও, তবে হাফ সেঞ্চুরি চারটি।
দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় উপহার দেওয়া রাজ্জাকের কাছে কালও দলের দাবি হয়ে ওঠে অবিশ্বাস্য ইনিংস। সম্ভাবনা জাগিয়েও তা পারেননি তিনি। পারেনি পাকিস্তানও। ৩১৮ রানের লক্ষ্যের পথে পাকিস্তান ২৬০ রানে অলআউট। ১২.২ ওভারে ৮২—শুরুটা অবশ্য বড় লক্ষ্য তাড়া করার মতোই করেছিলেন শাহজাইব হাসান ও মোহাম্মদ হাফিজ। ওয়েবসাইট।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৭/৫ (ক্যালিস ৮৩, আমলা ৬২, ডি ভিলিয়ার্স ৬১, ডুমিনি ৫৯*; আফ্রিদি ২/৫৯)।
পাকিস্তান: ৪৪.৫ ওভারে ২৬০ (শাহজাইব ৩৯, হাফিজ ৫৯, ওমর ৬০, রাজ্জাক ৩৯; ক্যালিস ৩০/৩, পিটারসন ৪২/৩, স্টেইন ৪৭/২)।
এসব নাটক মাঠে অবশ্য প্রভাব ফেলেনি। সিরিজে জয়ের ক্রমধারা মেনে কাল শেষ ওয়ানডেতে ৫৭ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজটিও দক্ষিণ আফ্রিকা জিতে নিল ৩-২ ব্যবধানে। টস-জয়ী দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে গড়ে ৩১৭/৫ রানের পুঁজি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এই প্রথম দেখল তিন শ রানের স্কোর। খুব বড় একক অবদান নেই কারও, তবে হাফ সেঞ্চুরি চারটি।
দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় উপহার দেওয়া রাজ্জাকের কাছে কালও দলের দাবি হয়ে ওঠে অবিশ্বাস্য ইনিংস। সম্ভাবনা জাগিয়েও তা পারেননি তিনি। পারেনি পাকিস্তানও। ৩১৮ রানের লক্ষ্যের পথে পাকিস্তান ২৬০ রানে অলআউট। ১২.২ ওভারে ৮২—শুরুটা অবশ্য বড় লক্ষ্য তাড়া করার মতোই করেছিলেন শাহজাইব হাসান ও মোহাম্মদ হাফিজ। ওয়েবসাইট।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১৭/৫ (ক্যালিস ৮৩, আমলা ৬২, ডি ভিলিয়ার্স ৬১, ডুমিনি ৫৯*; আফ্রিদি ২/৫৯)।
পাকিস্তান: ৪৪.৫ ওভারে ২৬০ (শাহজাইব ৩৯, হাফিজ ৫৯, ওমর ৬০, রাজ্জাক ৩৯; ক্যালিস ৩০/৩, পিটারসন ৪২/৩, স্টেইন ৪৭/২)।
No comments