আরেকটি ‘সহনীয়’ হার বাংলাদেশের
ম্যাচের আগে বাংলাদেশ দলের ওয়ার্মআপ দেখে সবাই নাকি অবাক। গোলরক্ষক কোথায়! বাংলাদেশ গোলরক্ষক দলের সঙ্গে ওয়ার্মআপে নামেননি। খেলা শুরু হওয়ার আগে সরাসরি তিনি গেছেন মাঠে! বিরল ঘটনাই। আমিনুল হকের শারীরিক যে অবস্থা, তাতে ওয়ার্ম করাটা হতো বিলাসিতা। ওই অসুস্থ শরীর নিয়েও যে তাঁকে ম্যাচের পুরো ৯০ মিনিট দাঁড়াতে হয়েছে পোস্টের নিচে। প্রথমার্ধে একটি বলও ঢুকতে দেননি জালে।
শেষ পর্যন্ত গোল খেয়েছেন তিনটি, তবে বাঁচিয়েছেন গোটা তিনেক। অসুস্থ শরীর নিয়ে ভালোই করেছেন আমিনুল। এশিয়াড ফুটবলের দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষেও ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। ০-৩ ব্যবধান তো সহনীয়ই!
প্রথম ম্যাচে দ্বিতীয় গোলরক্ষক মাজহারুল ইসলাম ৭৫ মিনিটে কাঁধে চোট পেলে বাকি সময়টা পোস্ট আগলান জ্বরে আক্রান্ত আমিনুল। দেশ থেকে তৃতীয় গোলরক্ষক নেহালকে গুয়াংজু উড়িয়ে নেওয়া হলেও খেলতে পারেননি গেমস শুরুর ২৪ ঘণ্টা আগে চূড়ান্ত নাম নিবন্ধন করার বাধ্যবাধকতা থাকায়।
চোট-আঘাত, জ্বর, ক্লান্তি...নানা কারণে বিধ্বস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আরেকটা কঠিন ম্যাচই পার করল কাল। শক্তিশালী উজবেকিস্তানের পর কাল আরব আমিরাতের কাছে একই ব্যবধানের পরাজয়কেও বাংলাদেশ দেখছে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে। এই আমিরাতের বিপক্ষে আগের চারটি ম্যাচ বাংলাদেশ হেরেছিল ০-৭, ০-১, ০-৩ ও ০-৪ ব্যবধানে।
গুয়াংজু থেকে টেলিফোনে সহকারী কোচ সাইফুল বারী জানালেন, আমিনুল ছাড়াও একাদশে দুটি পরিবর্তন আনা হয়। জাহিদ হাসানের (এমিলি) জায়গায় জাহিদ, মিন্টু শেখের বদলে মামুন মিয়া।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির প্রথম মিনিটেই গোল খায় বাংলাদেশ। মামুন মিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়েছেন আমিরাতের তরুণ স্ট্রাইকার আলজিনাইবি। তাঁর সাইড ভলিতে ১-০। ৬৩ মিনিটে দ্বিতীয় গোলের উৎস কর্নার। আবদালাহর দৃষ্টিনন্দন কোনাকুনি শটে ২-০। শেষ দিকে আবদালার শট ডিফেন্ডার রেজার পায়ে লাগলে দিক পরিবর্তন করে ৩-০।
সাইফুল জানিয়েছেন, আমিনুল গোটা তিনেক গোল বাঁচিয়েছেন। উপস্থিত সবার প্রশংসা পেয়েছেন। প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে। ৬ মিনিটে জাহিদ প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তবে হারলেও খেলোয়াড়েরা মাঠে তাদের সেরাটা দিয়েছেন বলে অখুশি নন বাংলাদেশ কোচ রবার্ট রুবচিচ।
আগামীকাল হংকংয়ের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। ছয় গ্রুপের চারটি সেরা তৃতীয় দল যাবে সেরা ষোলোয়।
শেষ পর্যন্ত গোল খেয়েছেন তিনটি, তবে বাঁচিয়েছেন গোটা তিনেক। অসুস্থ শরীর নিয়ে ভালোই করেছেন আমিনুল। এশিয়াড ফুটবলের দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষেও ভালোই প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। ০-৩ ব্যবধান তো সহনীয়ই!
প্রথম ম্যাচে দ্বিতীয় গোলরক্ষক মাজহারুল ইসলাম ৭৫ মিনিটে কাঁধে চোট পেলে বাকি সময়টা পোস্ট আগলান জ্বরে আক্রান্ত আমিনুল। দেশ থেকে তৃতীয় গোলরক্ষক নেহালকে গুয়াংজু উড়িয়ে নেওয়া হলেও খেলতে পারেননি গেমস শুরুর ২৪ ঘণ্টা আগে চূড়ান্ত নাম নিবন্ধন করার বাধ্যবাধকতা থাকায়।
চোট-আঘাত, জ্বর, ক্লান্তি...নানা কারণে বিধ্বস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আরেকটা কঠিন ম্যাচই পার করল কাল। শক্তিশালী উজবেকিস্তানের পর কাল আরব আমিরাতের কাছে একই ব্যবধানের পরাজয়কেও বাংলাদেশ দেখছে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে। এই আমিরাতের বিপক্ষে আগের চারটি ম্যাচ বাংলাদেশ হেরেছিল ০-৭, ০-১, ০-৩ ও ০-৪ ব্যবধানে।
গুয়াংজু থেকে টেলিফোনে সহকারী কোচ সাইফুল বারী জানালেন, আমিনুল ছাড়াও একাদশে দুটি পরিবর্তন আনা হয়। জাহিদ হাসানের (এমিলি) জায়গায় জাহিদ, মিন্টু শেখের বদলে মামুন মিয়া।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির প্রথম মিনিটেই গোল খায় বাংলাদেশ। মামুন মিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়েছেন আমিরাতের তরুণ স্ট্রাইকার আলজিনাইবি। তাঁর সাইড ভলিতে ১-০। ৬৩ মিনিটে দ্বিতীয় গোলের উৎস কর্নার। আবদালাহর দৃষ্টিনন্দন কোনাকুনি শটে ২-০। শেষ দিকে আবদালার শট ডিফেন্ডার রেজার পায়ে লাগলে দিক পরিবর্তন করে ৩-০।
সাইফুল জানিয়েছেন, আমিনুল গোটা তিনেক গোল বাঁচিয়েছেন। উপস্থিত সবার প্রশংসা পেয়েছেন। প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করেছে। ৬ মিনিটে জাহিদ প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তবে হারলেও খেলোয়াড়েরা মাঠে তাদের সেরাটা দিয়েছেন বলে অখুশি নন বাংলাদেশ কোচ রবার্ট রুবচিচ।
আগামীকাল হংকংয়ের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। ছয় গ্রুপের চারটি সেরা তৃতীয় দল যাবে সেরা ষোলোয়।
No comments