আগামী এপ্রিলে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলন
দীর্ঘ ১৩ বছর পর ২০১১ সালের এপ্রিলে কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। গত সোমবার সে দেশের প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এ ঘোষণা দেন।
মিত্র দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে বৈঠক শেষে রাউল কাস্ত্রো জানান, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পুনর্বিন্যাসে মৌলিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিউনিস্ট পার্টির এ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলন সামনে রেখে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে জনগণের মতামত নেওয়া হবে।
কিউবায় কমিউনিস্ট পার্টির শেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রতি পাঁচ বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণ ছাড়াই ১৩ বছর কোনো সম্মেলন হয়নি।
রাউল কাস্ত্রো আরও জানান, আগামী বছরের শেষের দিকে জাতীয় সম্মেলনে দলের নেতা নির্বাচন করা হবে। এখনো পর্যন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো।
২০০৬ সালে ৮৪ বছর বয়সী ফিদেল কাস্ত্রো শারীরিক অসুস্থতার জন্য প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। এরপর তারই ছোট ভাই রাউল কাস্ত্রো ওই পদে স্থলাভিষিক্ত হন।
মিত্র দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে বৈঠক শেষে রাউল কাস্ত্রো জানান, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর পুনর্বিন্যাসে মৌলিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিউনিস্ট পার্টির এ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলন সামনে রেখে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে জনগণের মতামত নেওয়া হবে।
কিউবায় কমিউনিস্ট পার্টির শেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। প্রতি পাঁচ বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো কারণ ছাড়াই ১৩ বছর কোনো সম্মেলন হয়নি।
রাউল কাস্ত্রো আরও জানান, আগামী বছরের শেষের দিকে জাতীয় সম্মেলনে দলের নেতা নির্বাচন করা হবে। এখনো পর্যন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো।
২০০৬ সালে ৮৪ বছর বয়সী ফিদেল কাস্ত্রো শারীরিক অসুস্থতার জন্য প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। এরপর তারই ছোট ভাই রাউল কাস্ত্রো ওই পদে স্থলাভিষিক্ত হন।
No comments