পিঠের ব্যথা নিয়ে মাশরাফির চিন্তা

মাশরাফি বিন মুর্তজার অবস্থা ঘরপোড়া গরুর মতো। সিঁদুরে মেঘ দেখলেই ভয় পান। একটার পর একটা ইনজুরির ধাক্কায় সামান্য ব্যথাও চিন্তার ভাঁজ ফেলে তাঁর কপালে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ শুরুর আগেও সে রকমই এক দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক।
গত বৃহস্পতিবার অনুশীলনে বল করতে গিয়ে পিঠে টান লাগে মাশরাফির। মাত্র ৫ ওভার বল করার পর আর বল হাতে নেননি তাই। তবে পরদিন বল করেছেন আবার এবং সেটাই সমস্যা বাড়িয়েছে বলে ধারণা মাশরাফির। ‘কাল (গত পরশু) বল করাটা উচিত হয়নি মনে হচ্ছে। ব্যথা আরও বেড়েছে। প্রথম দিনের চেয়ে বেশি ব্যথা হচ্ছে এখন’—কাল রাতে টেলিফোনে বলছিলেন অধিনায়ক।
কাল বিশ্রামেই ছিল বাংলাদেশ দল। হোটেলে উঠেছেন খেলোয়াড়েরা। হোটেলেই সন্ধ্যায় ফিজিও মাইক হেনরির সঙ্গে পিঠের ব্যথা নিয়ে কথা বলেছেন মাশরাফি। তবে হেনরি নাকি পিঠের সমস্যাটাকে খুব গুরুত্ব দিতে চাইছেন না, ‘ফিজিও বলেছে সমস্যা গুরুতর কিছু নয়। পিঠের কোনো অংশ হয়তো সাময়িক আড়ষ্ট হয়ে গেছে।’ ফিজিও পাত্তা না দিলেও মাশরাফি পিঠের সমস্যার ব্যাপারে উপসংহারে পৌঁছাবেন আজ অনুশীলনে বল করার পর, ‘কাল (আজ) বল করে দেখি। যদি সমস্যা না হয় তো ভালো। আর যদি ব্যথা হয়, তাহলে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে...।’
পিঠের ব্যথা নিয়ে মাশরাফি দ্বিধাদ্বন্দ্বে থাকলেও হ্যামস্ট্রিংয়ে টান পড়া আরেক পেসার রুবেল হোসেন সুসংবাদই দিলেন কাল, ‘আর কোনো সমস্যা নেই। সব ঠিক হয়ে গেছে। কাল বল করব।’

No comments

Powered by Blogger.