গুপ্তচর আটকের দাবি ইরানের
ইরানের গোয়েন্দা কর্মকাণ্ডসংক্রান্ত মন্ত্রী হায়দার মোসলেহি বলেছেন, তাঁরা বেশ কয়েকজন ‘গুপ্তচর’ আটক করেছেন, যারা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে তেহরানের পরমাণু কর্মসূচি ভুল পথে নেওয়ার চেষ্টা করছিল। গতকাল শনিবার মোসলেহিকে উদ্ধৃত করে এ কথা জানায় সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন।
তবে কতজনকে আটক করা হয়েছে, তা উল্লেখ না করে মোসলেহি বলেন, ইরান শত্রুদের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধ করেছে। ইরানি মন্ত্রী বলেন, তাঁর দেশ কম্পিউটার ও ইন্টারনেটে পশ্চিমা শক্তিদের ধ্বংসাত্মক কার্যক্রম শনাক্ত করেছে এবং এই আক্রমণ মোকাবিলায় ভিন্ন কৌশল নিয়েছে ও বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, গোয়েন্দা বাহিনী সাইবার স্পেসে নজরদারির কাজ শেষ করেছে। দেশের পরমাণু কর্মসূচিসংক্রান্ত কোনো তথ্য ফাঁস হতে দেওয়া হবে না।’
তবে কতজনকে আটক করা হয়েছে, তা উল্লেখ না করে মোসলেহি বলেন, ইরান শত্রুদের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধ করেছে। ইরানি মন্ত্রী বলেন, তাঁর দেশ কম্পিউটার ও ইন্টারনেটে পশ্চিমা শক্তিদের ধ্বংসাত্মক কার্যক্রম শনাক্ত করেছে এবং এই আক্রমণ মোকাবিলায় ভিন্ন কৌশল নিয়েছে ও বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, গোয়েন্দা বাহিনী সাইবার স্পেসে নজরদারির কাজ শেষ করেছে। দেশের পরমাণু কর্মসূচিসংক্রান্ত কোনো তথ্য ফাঁস হতে দেওয়া হবে না।’
No comments