ম্যান্ডেলার দাতব্য প্রতিষ্ঠানের সাবেক প্রধান অভিযুক্ত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দাতব্যপ্রতিষ্ঠান নেলসন ম্যান্ডেলাস চিলড্রেনস ফান্ডের (এনএমসিএফ) সাবেক প্রধান জেরেমি র‌্যাটক্লিফকে অবৈধভাবে হীরা রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে। ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল তাঁর কাছে ওই হীরা রেখেছিলেন।
গত আগস্টে নেদারল্যান্ডের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে লাইবেরিয়ার সাবেক শাসক চার্লস টেলরের যুদ্ধাপরাধ আদালতে নাওমি র‌্যাটক্লিফের কাছে হীরা রাখার কথা স্বীকার করেন। পরে র‌্যাটক্লিফও হীরা রাখার কথা স্বীকার করে পদত্যাগ করেন এবং ওই হীরা পুলিশের কাছে হস্তান্তর করেন।

No comments

Powered by Blogger.