রোনালদোতেই আস্থা মরিনহোর
ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমটা রীতিমতো শাসন করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য পরিণত হয়েছিলেন মূর্তিমান বিভীষিকায়। ৩৫ ম্যাচে করেছিলেন ৩৩ গোল। কিন্তু অনেক দিন ধরেই একেবারে নিষ্প্রভ হয়ে আছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। লা লিগার প্রথম পাঁচ ম্যাচে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেই আগের রোনালদোকে। ইতিমধ্যেই বহু সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে তাঁকে। তবে রোনালদোর ওপর থেকে এখনো আস্থা হারাননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। রোনালদোর লক্ষ্য, শৃঙ্খলা তাঁকে রিয়াল মাদ্রিদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে রোনালদো সবার ধরাছোঁয়ার বাইরে; কারণ, সে অন্য যে কারও তুলনায় কঠোর পরিশ্রম করে।’
গত মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়ে এবার রিয়াল মাদ্রিদের শিরোপা-খরা কাটানোর মিশন নিয়ে স্পেনে এসেছিলেন হোসে মরিনহো। কিন্তু এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না ‘স্পেশাল ওয়ান’। গোলের জন্য রীতিমতো হা-হুতাশ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। গোলের প্রচুর সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে আর বলটা জড়াতে পারছেন না ডি মারিয়া-হিগুয়েইন-রোনালদোরা। এ নিয়ে অবশ্য খুব একটা চিন্তিতও নন মরিনহো। প্রচুর গোলের সুযোগ যে সৃষ্টি করা গেছে এতেই তিনি আপাতত সন্তুষ্ট। আর রিয়াল মাদ্রিদ তো এখনো মরিনহোর ভাষায় ‘নির্মাণাধীন’ অবস্থায় আছে। কিন্তু মাদ্রিদের এ ‘নির্মাণকাজ’ শেষ হবে কবে? এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেছেন, ‘আরও ১০ মাস, এক বা দুই বছর সময় লাগতে পারে। কিন্তু দলটা তো সব সময়ই পরিবর্তিত হচ্ছে।’
গত মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়ে এবার রিয়াল মাদ্রিদের শিরোপা-খরা কাটানোর মিশন নিয়ে স্পেনে এসেছিলেন হোসে মরিনহো। কিন্তু এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না ‘স্পেশাল ওয়ান’। গোলের জন্য রীতিমতো হা-হুতাশ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। গোলের প্রচুর সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে আর বলটা জড়াতে পারছেন না ডি মারিয়া-হিগুয়েইন-রোনালদোরা। এ নিয়ে অবশ্য খুব একটা চিন্তিতও নন মরিনহো। প্রচুর গোলের সুযোগ যে সৃষ্টি করা গেছে এতেই তিনি আপাতত সন্তুষ্ট। আর রিয়াল মাদ্রিদ তো এখনো মরিনহোর ভাষায় ‘নির্মাণাধীন’ অবস্থায় আছে। কিন্তু মাদ্রিদের এ ‘নির্মাণকাজ’ শেষ হবে কবে? এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেছেন, ‘আরও ১০ মাস, এক বা দুই বছর সময় লাগতে পারে। কিন্তু দলটা তো সব সময়ই পরিবর্তিত হচ্ছে।’
No comments