ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ১২৬.১০ পয়েন্ট
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুইই বেড়েছে, বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। আজ সাধারণ মূল্যসূচক ১২৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭২২৩ দশমিক ৪৮ পয়েন্টে।
এদিকে, আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট দুই হাজার ৪৮৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে সাতটির।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বিএসআরএম স্টিল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সর্ভিসেস, কর্ণফুলী ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে কর্ণফুলী ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া পাইওনিয়ার ইনস্যুরেন্স, বিডি ফিন্যান্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স ও রিলায়েন্স ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আর দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, মুন্নু ফেব্রিকস, ঢাকা ফিশারিজ, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম ভেজিটেবল।
আজ ডিএসইর বাজারমূল্য ৩,১৬,৩৫৫ কোটি টাকা।
এদিকে, আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট দুই হাজার ৪৮৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে সাতটির।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বিএসআরএম স্টিল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সর্ভিসেস, কর্ণফুলী ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে কর্ণফুলী ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া পাইওনিয়ার ইনস্যুরেন্স, বিডি ফিন্যান্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স ও রিলায়েন্স ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আর দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, মুন্নু ফেব্রিকস, ঢাকা ফিশারিজ, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম ভেজিটেবল।
আজ ডিএসইর বাজারমূল্য ৩,১৬,৩৫৫ কোটি টাকা।
No comments