জার্মানিতে বিমান বিধ্বস্ত
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য সাক্সোনিতে গত রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানে দুজন পাইলট ছিলেন।
পুলিশের এক মুখপাত্র বলেছেন, চেক সীমান্তের কাছে সেসনা সাইটেশন-৫৫০ নামের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কতজন লোকের প্রাণহানি ঘটেছে, তিনি তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
জার্মানির বিমান নিরাপত্তা সংস্থার এক মুখপাত্র জানান, এ ধরনের একটি বাণিজ্যিক বিমান স্বাভাবিকভাবে আটজন যাত্রী বহন করতে পারে। বিমানটি চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে সুইডেনের পশ্চিমাঞ্চলীয় কার্লস্টার্ডে যাচ্ছিল।
বিমানটি ড্রেসডেনের ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে যাওয়ার পর স্থানীয় সময় রাত আটটা ২০ মিনিটে বেতারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
পুলিশের এক মুখপাত্র বলেছেন, চেক সীমান্তের কাছে সেসনা সাইটেশন-৫৫০ নামের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কতজন লোকের প্রাণহানি ঘটেছে, তিনি তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
জার্মানির বিমান নিরাপত্তা সংস্থার এক মুখপাত্র জানান, এ ধরনের একটি বাণিজ্যিক বিমান স্বাভাবিকভাবে আটজন যাত্রী বহন করতে পারে। বিমানটি চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে সুইডেনের পশ্চিমাঞ্চলীয় কার্লস্টার্ডে যাচ্ছিল।
বিমানটি ড্রেসডেনের ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে যাওয়ার পর স্থানীয় সময় রাত আটটা ২০ মিনিটে বেতারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
No comments