বেলজিয়ামে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল সোমবার দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। কোনো কোনো সূত্রে মৃতের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ব্রাসেলস থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হ্যালোতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর ব্রাসেলস, প্যারিস ও লন্ডনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। একটি ট্রেনের চালক সিগন্যাল উপেক্ষা করে চলতে থাকলে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান। ট্রেন দুটিতে ২৫০ থেকে ৩০০ যাত্রী ছিল বলে বার্তা সংস্থার খবরে বলা হয়।
এ দুর্ঘটনার পর ব্রাসেলস, প্যারিস ও লন্ডনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। একটি ট্রেনের চালক সিগন্যাল উপেক্ষা করে চলতে থাকলে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান। ট্রেন দুটিতে ২৫০ থেকে ৩০০ যাত্রী ছিল বলে বার্তা সংস্থার খবরে বলা হয়।
No comments