টেন্ডুলকার-পন্টিং এখানেও
নিজেদের এমন উচ্চতায় তুলে নিয়েছেন শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিং, রেকর্ড বুকের অনেকগুলো জায়গায় লড়াইটা এখন শুধুই দুজনের মধ্যে সীমাবদ্ধ। বেশির ভাগ জায়গাতেই এগিয়ে অবশ্য টেন্ডুলকার। যে কয়েকটি জায়গায় পন্টিং এগিয়ে, তার একটিতে কাল ব্যবধানটা আরেকটু কমিয়েছেন ‘লিটল মাস্টার’। কালকের সেঞ্চুরির পর ভারতের মাটিতে ৭৪ টেস্টে টেন্ডুলকারের রান এখন ৬০১৮। এক দেশে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সবার আগে পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে ৭৯ টেস্টে ‘পান্টারের’ রান ৬৭৯০। খেলোয়াড়ি জীবনের অনেকটা সময় শ্রেষ্ঠত্ব নিয়ে যাঁর সঙ্গে লড়াই হয়েছে টেন্ডুলকারের, সেই ব্রায়ান লারা আছেন পন্টিংয়ের পরেই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লারার রান ৬২১৭। এই তিনজনের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন আরেক ‘গ্রেট’ জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬ হাজার রান করতে ক্যালিসের প্রয়োজন আর মাত্র ৭৩। এর আগে ৬ হাজারের সবচেয়ে কাছে ছিলেন গ্রাহাম গুচ, ইংল্যান্ডের মাটিতে তাঁর রান ৫৯১৭।
No comments