গয়া চলচ্চিত্র পুরস্কার জিতল সেলডা ২১১
স্পেনের চলচ্চিত্র- নির্মাতা দানিয়েল মনজন নির্মিত সেলডা ২১১ (কারাকক্ষ ২১১) ছবিটি এ বছরের গয়া চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। একটি কারাবিদ্রোহের ঘটনা কেন্দ্র করে এটি নির্মিত। স্পেনের সবচেয়ে সম্মানজনক এই চলচ্চিত্র পুরস্কার প্রদান উত্সবে ১৬টি শাখায় মনোনয়ন পায় সেলডা ২১১। যার মধ্যে আটটি পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পরিচালক মনজন। এ ছাড়া এই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লুই তোজার, সেরা সহ-অভিনেত্রী হয়েছেন মার্তা এতুরা, সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান আলবের্তো আম্মান।
স্পেনের লেখক ফ্রান্সিসকো পেরেজ গানদুলের একটি উপন্যাস অবলম্বনে সেলডা ২১১ নির্মাণ করা হয়েছে।
চলচ্চিত্রটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পরিচালক মনজন। এ ছাড়া এই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লুই তোজার, সেরা সহ-অভিনেত্রী হয়েছেন মার্তা এতুরা, সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান আলবের্তো আম্মান।
স্পেনের লেখক ফ্রান্সিসকো পেরেজ গানদুলের একটি উপন্যাস অবলম্বনে সেলডা ২১১ নির্মাণ করা হয়েছে।
No comments