পাকিস্তানের জঙ্গিরা জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে: ভারত
ভারত সরকার বলেছে, পুনেতে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের জঙ্গিরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকার এমন এক সময় এ কথা বলল, যার দুই সপ্তাহ পর অর্থাৎ আগামী ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে তাদের শান্তি আলোচনায় বসার কথা।
পুনেতে এ বোমা বিস্ফোরণের ঘটনার পর প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতারা দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আগে বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। তবে একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে নির্ধারিত এ বৈঠক হবে, এবং নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সঙ্গে এ বৈঠকের ব্যাপারে কিছু জটিলতা আছে। কিন্তু আমাদের বিষয়টি সার্বিকভাবে বিবেচনা করতে হবে। এ মুহূর্তে এ বৈঠক না হওয়ার কোনো কারণ দেখি না।’
পর্যটকদের কাছে প্রিয় মহারাষ্ট্রের পুনে শহরে গত শনিবার জার্মান বেকারি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরিত হয়। এতে দুই বিদেশি নাগরিকসহ নয়জন নিহত হন। আহত হন অন্তত ৫৭ জন। এ ঘটনার পর ভারত সরকার দেশজুড়ে নিরাপত্তা জোরদার করে। ঘটনার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কারা এ জন্য দায়ী, এর হদিস পায়নি ভারত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘বোমা বিস্ফোরণের কারণ এখনো রহস্যময়। তবে এটা সন্ত্রাসীদের কাজ।’
পুনেতে এ বোমা বিস্ফোরণের ঘটনার পর প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতারা দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আগে বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। তবে একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে নির্ধারিত এ বৈঠক হবে, এবং নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সঙ্গে এ বৈঠকের ব্যাপারে কিছু জটিলতা আছে। কিন্তু আমাদের বিষয়টি সার্বিকভাবে বিবেচনা করতে হবে। এ মুহূর্তে এ বৈঠক না হওয়ার কোনো কারণ দেখি না।’
পর্যটকদের কাছে প্রিয় মহারাষ্ট্রের পুনে শহরে গত শনিবার জার্মান বেকারি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরিত হয়। এতে দুই বিদেশি নাগরিকসহ নয়জন নিহত হন। আহত হন অন্তত ৫৭ জন। এ ঘটনার পর ভারত সরকার দেশজুড়ে নিরাপত্তা জোরদার করে। ঘটনার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কারা এ জন্য দায়ী, এর হদিস পায়নি ভারত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘বোমা বিস্ফোরণের কারণ এখনো রহস্যময়। তবে এটা সন্ত্রাসীদের কাজ।’
No comments