ভারতীয় বোর্ড দুর্বল হলে আমরাও দুর্বল হব: বিসিবি প্রধান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরাও দুর্বল হয়ে পড়ব।’ প্রস্তাবিত রাজস্ব মডেল নিয়ে আইসিসির সঙ্গে ভারতের ইস্যু মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন তিনি। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটার্সের (সিওএ) প্রধান বিনোদ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি প্রধান। এ মাসের শেষ নাগাদ অনুষ্ঠেয় আইসিসি বোর্ড সভায় যেসব বিষয় তোলা হবে, সেসব নিয়ে দু’জনে আলোচনা করেন। নাজমুল হাসান বলেন, ‘আইসিসিতে রাজস্ব পরিকাঠামো সংক্রান্ত সমস্যার সমাধানে প্রত্যেকেই একটা মাঝামাঝি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আইসিসির কোনো সদস্য দেশ পীড়িত হোক, আমরা তা চাই না। বিশেষ করে ভারত, যেহেতু তারা সব সময় আমাদের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। ভারত যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে আমরাও দুর্বল হয়ে পড়ব।’ যদিও নাজমুল হাসান আইসিসির লভ্যাংশ প্রতিটি সদস্য দেশের মাঝে সমানভাবে বণ্টন করার পক্ষে।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি মনে করি, সদস্য দেশগুলোর মধ্যে অর্থের সমবণ্টন হওয়া উচিত। তবে তার মানে এই নয় যে, আপনি ভারতের অংশের টাকাও নেবেন। আমরা তা চাই না।’ নাজমুল হাসান বলেন, ‘আইসিসির যে সব সদস্য দেশ অর্থকষ্টে ভুগছে তাদেরকে সহায়তা করাটা জরুরি।’ আইসিসির পরিচালনা কাঠামোতে প্রস্তাবিত পরিবর্তন প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এ নিয়ে সদস্য দেশগুলোর ভিন্ন ইস্যু রয়েছে। তার কথায়, ‘এ বিষয়ে আমরা সবাই ঐকমত্যে পৌঁছিনি। এমন অনেক ইস্যু রয়েছে যেসব ইস্যুতে অন্যরা একমত হতে পারেনি। আবার আমরাও দ্বিমত পোষণ করেছি অনেক ইস্যুতে। এজন্যই বিষয়টি আইসিসির বোর্ড সভায় পাঠানো হয়েছে।’ সিওএ’র সঙ্গে সাক্ষাতের আগে নাজমুল হাসান নাগপুরে আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহরের সঙ্গে দেখা করেন। গঠনতন্ত্রের নতুন খসড়া প্রণয়নে পাঁচ সদস্যের আইসিসি স্টিয়ারিং গ্রুপে রয়েছেন বিসিবি সভাপতি। গ্রুপের প্রধান মনোহর। এ মাসের শেষ নাগাদ দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
No comments