৪ বলে ৯২ রান!
বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় বিভাগ-তৃতীয় বিভাগের খেলার মান নিয়ে সমালোচনা হচ্ছে অনেক দিন ধরেই। বাজে ক্রিকেটের সবচেয়ে বড় উদাহরণ হয়ে গেল মঙ্গলবার। এদিন সিটি ক্লাব মাঠে লালমাটিয়া ক্লাবের সুজন মাহমুদ মাত্র ৪ বলে দিয়েছেন ৯২ রান! স্কোর দেখে বিশ্বাস না হলেও এটাই সত্যি। শিরোপাপ্রত্যাশী এক্সিওম ক্লাবের ওপেনার মুস্তাফিজুর রহমান ১২ রান নেন। এছাড়া ১৩টি ওয়াইড ও ৩টি নো বল হয়েছে। ওয়াইড ও নো বলের সবই আবার পেছন দিয়ে চার হয়েছে। তাই ওয়াইড বল থেকে ৬৫ এবং নো বল থেকে ১৫ রান আসে। মাত্র ০.৪ ওভারেই জিতে যায় এক্সিওম। সব মিলিয়ে অতিরিক্ত হয়েছে ৮০ রান!
দুর্বল ক্লাবগুলো অনেকদিন ধরেই অভিযোগ তুলেছে বাজে আম্পায়ারিংয়ের কারণে খেলার মান একেবারেই নেই। ক্ষমতায় থাকা ক্লাবগুলোর খেলোয়াড়দের পক্ষেই সিদ্ধান্ত দেন আম্পায়াররা। মঙ্গলাবারের ম্যাচটা যে পাতানো ছিল না সেটা নিশ্চিত। লালমাটিয়া ক্লাবের একটি সূত্র জানিয়েছে, অভিমানেই খেলোয়াড়রা যুক্তি করে এ কাণ্ড ঘটিয়েছে। ক্ষমতায় থাকা ক্লাবের খেলোয়াড়রা প্রতি ম্যাচেই আম্পায়ারদের সহায়তায় অনেক রান ও উইকেট পাচ্ছে। তবে পরের মৌসুমে অবমূল্যায়নের আশঙ্কা ও ক্ষোভ থেকেই এক্সিওম ব্যাটসম্যানদের শিক্ষা দিতে লালমাটিয়া ক্লাবের ওই বোলার এ কাণ্ড ঘটিয়েছেন।
No comments