ফুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ বিভ্রাট
বিদ্যুৎ বিভ্রাটের কারণে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের বক্তব্য শুনতে পাননি ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের ২নং ফিডারের এনায়েতপুরের আওতাধীন ৪টি স্পটের মানুষ। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে আসা মানুষসহ শিক্ষার্থীরা হতাশ হয়ে ফিরে গেছে। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ৪ হাজার ১৯ স্পটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় তৃণমূল মানুষদের সাথে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। ভিডিও কনফারেন্স শুরুর সাথে সাথে ফুলবাড়ীয়ার আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের ২নং ফিডার বন্ধ করে দেয়া হয়। পল্লী বিদ্যুতের সাবস্টেশনে বার বার ফোন দিয়েও তারা বিদ্যুৎ পায়নি বলে ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে।
ভিডিও কনফারেন্স শেষ হওয়ার একটু আগে পুনরায় বিদ্যুৎ দেয়া হয়। কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় স্থানীয় পল্লী বিদ্যুতের সাব স্টেশনে জরুরী মোবাইল নাম্বারে ফোন দেয়ার পর ফোনটি বন্ধ পাওয়া যায়। আছিম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের আনোয়ার হোসেন জানান, সাব স্টেশনে ৪টি ফিডার রয়েছে। বিদ্যুতের অভারলোড থাকার কারণে ৪টির মধ্যে একটি বন্ধ করে বাকী তিনটি চালু রাখা হয়। ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে বিদ্যু না থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, উপজেলায় ৯৫টি স্পটে ভিডিও কনফারেন্স দেখার আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেসব স্পটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে পারেনি পরবর্তীতে রেকর্ড করা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments