কুকুর-বিড়াল খাওয়া নিষিদ্ধ করল তাইওয়ান
কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে তাইওয়ানের পার্লামেন্ট। এছাড়া ভ্রমণের সময় মোটরসাইকেল বা গাড়িতে পোষাপ্রাণী বহনও নিষিদ্ধ করা হয়েছে এ আইনে। খবর বিবিসির। আইন ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা অথবা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
শুধু তাই নয়, অপরাধীদের নাম এবং ছবি জনসম্মুখে জানিয়ে দেয়া হবে। দেশের প্রাণী সংরক্ষণ আইনকে আরও জোরদার করতেই এ আইন পাস করা হয়েছে। এর আগে ২০০১ সালে বিড়াল এবং কুকুরের মতো পোষাপ্রাণীদের মাংস এবং লোম বিক্রি নিষিদ্ধ করে আইন করে তাইওয়ানের পার্লামেন্ট।
No comments