বাংলাদেশ থেকে শুভেচ্ছাদূত হলেন হাবিবুল বাশার
ইংল্যান্ডে আসন্ন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রুফির জন্য বাংলাদেশ থেকে শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে এখন হাবিবুল বাশারকে দুটি ভূমিকায় দেখা যাবে। বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক তো তিনি আছেনই। এখন আইসিসির বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন হাবিবুল। এই সুসংবাদে দারুণ খুশি সাবেক বাংলাদেশ অধিনায়ক। এটা তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলে মনে করেন তিনি। কাল হাবিবুল বাশার বলেন, ‘আইসিসির কাছ থেকে এমন একটি স্বীকৃতি আমার জন্য বড় পাওয়া। বড় সম্মানেরও।’ তিনি বলেন, ‘খেলোয়াড়ি জীবনেও হয়তো এত বড় সম্মান আমি পাইনি। খেলা শেষ করার এতদিন পর এমন সম্মান পাব আগে ভাবিনি।’ আইসিসির নিয়ম অনুয়ায়ী টুর্নামেন্টে অংশ নেয়া প্রত্যেক দেশ থেকে একজন করে শুভেচ্ছাদূত নির্বাচিত হবেন। ২০০৬ সালে বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রুফিতে খেলেছে। সেবার হাবিবুল বাশার অধিনায়ক ছিলেন। দীর্ঘদিন পর আবার এ টুর্নামেন্টে বাংলাদেশ যখন খেলতে যাচ্ছে, তখন আরও বড় সম্মান পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রুফি শুরু হতে এখনও দেড় মাসেরও বেশি বাকি। তার আগেই কাল এ টুর্নামেন্টে অংশ নেয়া আট দেশের শুভেচ্ছাদূতের নাম ঘোষণা করেছে আইসিসি। হাবিবুল বাশারের সঙ্গে অন্য দেশের শুভেচ্ছাদূতরা হলেন- অস্ট্রেলিয়ার মাইক হাসি,
ভারতের হরভাজন সিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, নিউজিল্যান্ডের শেন বন্ড, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের ইয়ান বেল ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে আমরা অনেক দিন ধরেই ভালো করছি। এ টুর্নামেন্ট অনেক জমজমাট হবে। বাংলাদেশও ভালো কিছু করবে।’ তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রুফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আমাদের ইংল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য দারুণ কাজে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে এবার ভিন্ন বাংলাদেশকে দেখা যাবে।’ বাংলাদেশের হয়ে হাবিবুল খেলেছেন ১১১টি ওয়ানডে। এর মধ্যে দেশের হয়ে রেকর্ড ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রুফি খেলেছেন তিন আসরে- ২০০০, ২০০২ ও ২০০৬ সালে। শেষবার দিয়েছেন নেতৃত্ব। চ্যাম্পিয়ন্স লীগ শুরু হবে ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অপর গ্রুপে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। আইসিসির র্যাংকিংয়ের শীর্ষ আট দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
No comments