মোস্তাফিজের প্রথম ম্যাচেই হায়দরাবাদের হার
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কাটার মাস্টার মোস্তাফিজুর রহিমের শুরুটা মনের মতো হলো না। মোস্তাফিজের প্রথম ম্যাচেই তার দল সানরাইজার্স হয়দরাবাদ এবারের আসরের প্রথম হারের স্বাদ পেল। বুধবার রাতের ম্যাচে হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসরে এটি মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়। ম্যাচে মোস্তাফিজের বোলিং ছিল বেশ খরুচে।
২.৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫৯ রানের লক্ষ্য দেয়া হায়দরাবাদ ফিল্ডিংয়ে নামলে ভাষ্যকার মোস্তাফিজের ফিরে আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। গত মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেয়া মোস্তাফিজ দলের ষষ্ঠ ওভারে বল করতে এসে ১৯ রান দেন। ১৩তম ওভারে ১১ রান এবং ১৯ তম ওভারে তৃতীয় ওভার করেন মোস্তাফিজ। এই ওভারেই দলের জন্য জয়সূচক রানটি নেন হরভজন সিং। মুম্বাইয়ের পক্ষে প্যাটেলের ২৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসের পর নিতিশ রানা দলকে জয়ের ভিত্তি গড়ে দেন। এ ব্যাটসম্যান ৩৬ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৫ রান করেন। তার সঙ্গে ক্রুনাল পান্ডের ২০ বলে ৩৭ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। হায়দরাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এর আগে হায়দরাবাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে মোস্তাফিজের দল। ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের শুরুটাও ছিল দুর্দান্ত। তবে দুই ব্যাটসম্যানই পুড়েছেন অর্ধশতক না পাওয়ার আক্ষেপে। দলের প্রথম উইকেট যায় ৮১ রানের মাথায়। ওয়ার্নার ৩৪ বলে ৭টি চার ২টি ছয়ে ৪৯ রানে হরভজন সিংয়ের শিকার হন পার্থিব প্যাটেলকে ক্যাচ দিয়ে। ১০৫ রানের মাথায় ৪৩ বলে ৪৮ রান করে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে বোল্ড হয়ে ফেরেন ধাওয়ান। দলের হয়ে ১০ বলে ২০ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন বেন কাটিং। তিনি ফেরেন বুমরার বলে বোল্ড হয়ে। অন্য ব্যাটসম্যানরা আর তেমন রান পাননি। মুম্বাইয়ের হয়ে ২৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন বুমরা এবং হরভজন পান ২টি উইকেট।
No comments