মাদকাসক্ত সাপ!
অস্ট্রেলিয়ায় মাদকাসক্ত অজগর সাপ পাওয়া গেছে। মাদক আটকের জন্য অভিযান চালিয়ে মাদকাসক্ত এ সাপটি উদ্ধার করে পুলিশ। পুলিশের মনে হয়েছিল, ওই স্থানে কয়েক কেজি মাদকদ্রব্য, মাদক তৈরির যন্ত্রপাতি এবং বিপুল নগদ অর্থ পাওয়া যাবে। কিন্তু সেখানে পাওয়া গেল ৬ ফুট লম্বা একটি অজগর সাপ। তবে যে স্থানে মাদক ছিল সে স্থানটি ছিল পরিষ্কার। কারণ সাপটি মাদকাসক্ত ছিল। পরে সাপটিকে একটি কারাগারে রাখা হয়। কারাগারের কর্মকর্তারা বলছেন, সাপটি তার চামড়ার সাহায্যে মাদক গ্রহণ করেছে। কারণ সাপটি যে স্থানে থাকত সেখানে বেশ উচ্চমাত্রার মাদক ছিল। ফলে চামড়ার সাহায্যে সে মাদক গ্রহণ করা সম্ভব বলে কর্মকর্তারা বলছেন। সাপটির আচরণ বেশ আগ্রাসী ছিল। মাদকের প্রভাবেই এটি হয়েছে বলে মনে করা হচ্ছে।
অজগরটি এত ব্যাপক মাত্রায় মাদক গ্রহণ করেছিল যে, সাপটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাত মাস সময় লেগেছে। ১৪ কয়েদি এ সাপটির যতœ করেছে সাত মাস ধরে। কর্মকর্তারা বলছেন, অনেক অপরাধী তাদের গোপন অস্ত্র এবং মাদক রক্ষার জন্য বিষাক্ত সাপ ব্যাবহার করে। কারাগারটির গভর্নর জানিয়েছেন, কারাগারটিতে ২০ বছর ধরে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে কয়েদিদের ব্যবহার করা হচ্ছে। তারা যখন বন্যপ্রাণীকে যতœ করে তখন তাদের মানসিকতার পরিবর্তন হয় বলে মনে করে কর্তৃপক্ষ।
No comments