আইপিএলে জনপ্রিয়তার সেরা পাঁচে সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেট দুনিয়ার সেরা সেরা খেলোয়াড়রা অংশ নেন। আইপিএলের দশম আসরে অংশ নেয়া ক্রিকেটারদের ফেসবুকে কার জনপ্রিয়তা কেমন বা কার অনুসারী সংখ্যা কেমন এর উপর ভিত্তি করে ফেসবুক একটি জরিপ চালিয়েছে। সেই তালিকায় জনপ্রিয়তার দিক থেকে সেরা পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আইপিএলের দশম আসরে খেলতে বর্তমান ভারতে অবস্থান করছেন সাকিব।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিগত ছয় বছরের মতো এবারো দেখা যাবে সাকিবকে। ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত সাকিব থাকাকালীন দুইটি শিরোপা ঘরে তুলেছে শাহরুখ খানের দলটি। তিন ফরম্যাটের নাম্বার ওয়ান অল-রাউন্ডার সাকিবের জনপ্রিয়তা যে শুধু বাংলাদেশের গন্ডিতেই আটকে নেই, তা বলার অবকাশ রাখে না। আইপিএলের আসরেও অনেক জনপ্রিয় সাকিব। এক নজরে দেখুন ফেসবুকে আইপিএলের সেরা দশ খেলোয়াড়ের তালিকা-
১. বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
২. মহেন্দ্র সিং ধোনি (রাইজিং পুনে সুপারজায়েন্ট)
৩. যুবরাজ সিং (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৪. রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
৫. সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)
৬. ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
৭. শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৮. গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৯. হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ান্স)
১০. গ্লেন ম্যাক্সওয়েল ( কিংস ইলেভেন পাঞ্জাব)
১. বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
২. মহেন্দ্র সিং ধোনি (রাইজিং পুনে সুপারজায়েন্ট)
৩. যুবরাজ সিং (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৪. রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স)
৫. সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)
৬. ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
৭. শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
৮. গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)
৯. হরভজন সিং (মুম্বাই ইন্ডিয়ান্স)
১০. গ্লেন ম্যাক্সওয়েল ( কিংস ইলেভেন পাঞ্জাব)
No comments