গুপ্ত হামলায় রক্তাক্ত শফিউল আলম প্রধান
যুব জাগপার মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু জানান, শফিউল আলম প্রধান আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার সমিতির ‘গুম-খুন, হত্যার’ বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেয়ার সময় হঠাৎ শরীর ‘ভেজা’ লাগলে শফিউল আলম প্রধান তাকিয়ে দেখেন তার হাত থেকে রক্ত পড়ছে। তখন আমরা দেখি তার বাম হাতে গভীর ক্ষত। সেখান থেকে ব্যাপক রক্ত বের হচ্ছে। নজরুল ইসলাম বাবু বলেন, আজ প্রেসক্লাবের সামনে অনেকগুলো মানববন্ধন চলছিলো। ভিড়ের মধ্যে কে বা কারা প্রধানের হাতে ধারালো অস্ত্র দিয়ে ‘পোচ (আঘাত)’ দেয়াতে এ ক্ষতের তৈরি হয়েছে। তবে, হামলাকারী কে তা আমরা বুঝতে পারিনি। শফিউল আলম প্রধানের বরাত দিয়ে নজরুল ইসলাম বাবু জানান, তিনি মনে করছেন এটি সরকারের কোনো কুচক্রি মহলের নগ্ন হামলা। বিভিন্ন সময়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় এ হামলা চালানো হয়ে থাকতে পারে তিনি মনে করেন।
No comments