সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে আসেনি
ভারতে বহুল আলোচিত সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে কোন সংস্থা বা গ্রুপের কাছে হস্তান্তর হয় নি। ব্যবহৃত হয় নি কোন সন্ত্রাসী কর্মকা-ে। এ নিয়ে দীর্ঘদিন ভারতে তোলপাড় চলছে। বলা হচ্ছে, এ অর্থ বাংলাদেশে সরকার পতনে ব্যবহার করা হয়েছে। সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান অমিত শাহ একই রকম অভিযোগ তোলার পর কেন্দ্রে ক্ষমতায় অধিষ্ঠিত তার দলীয় সরকারই জানিয়ে দিয়েছে সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহার হওয়ার কোন যোগসূত্র পাওয়া যায় নি। এর আগে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি (এনআইএ) তাদের প্রাথমিক তদন্তে এ রকমই রিপোর্ট দিয়েছিল সরকারের কাছে। লোকসভায় আজ লিখিত বক্তব্যে মিনিস্টার অব স্টেট ফর পারসোনেল জিতেন্দ্র সিং বলেন, এখন পর্যন্ত যে তদন্ত বা অনুসন্ধান হয়েছে তাতে বাংলাদেশে অর্থ যাওয়ার কোন তথ্যপ্রমাণ পাওয়া যায় নি।
No comments