কবর থেকে মাহজাবিনের লাশ উত্তোলন
দীর্ঘ ২১ দিন পর যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন সুমির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পুনরায় ময়নাতদন্তের জন্য আজ সকাল সোয়া ১১টায় যশোর শহরের কারবালা কবরস্থান থেকে তার লাশ তুলে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উত্তোলনের সময় যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. হুসাইন সাফায়াত. ডা. জেসমিন সুমাইয়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক নোয়াব আলী, সিআইডি ঢাকার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সী রুহুল হক, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক, ডা. শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ই নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন ডা. শামারুখের মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন নভেম্বর যশোরের কারবালা কবরস্থানে ডা.শামারুখের মৃতদেহ দাফন করা হয়।
No comments