স্বপ্ন থামাল বিমান!
মঙ্গলবার
সকাল। রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে একটি সৌদি ফ্লাইট। যাত্রার সব
প্রস্তুতি সম্পন্ন। শুধু আকাশে পাখা মেলার দেরি। এ সময় চিৎকার করে উঠলেন
এক যাত্রী। তিনি জানান, এইমাত্র তিনি স্বপ্ন দেখেছেন, এ বিমানটি বিধ্বস্ত
হতে যাচ্ছে। অমনি শুরু হয় হুলস্থূল কাণ্ড! বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে
পড়েন। হুড়োহুড়ি করে নেমে পড়েন ভীতসন্ত্রস্ত যাত্রীরা। অদ্ভুত এ ঘটনার পর
বিমানটি ছাড়তে কয়েক ঘণ্টা দেরি করে কর্তৃপক্ষ। তবে বিমানের ক্রুরা
বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তারা আতঙ্কগ্রস্ত যাত্রীকে
কর্তৃপক্ষের হাতে তুলে দেন এবং যাত্রীদের সন্তুষ্টির জন্য পুরো বিমানে
পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালান। পরে যাত্রীরা শান্ত হলে বিমানটি ছাড়া হয়।
ওয়েবসাইট।
No comments