ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ
এদিকে নরসিংদীর রায়পুরার মেথিকান্দায় উদ্ধারকারী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সিলেট-চ্ট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে সাতটার দিকে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে ঢোকামাত্র উদ্ধারকারী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে কারণে নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস, জিনারদীতে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস, ঘোড়াশালে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ডেমু ট্রেনসহ আরও বেশ কয়েকটি লোকাল ও মেইল ট্রেন আটকা পড়েছে। এ ঘটনায় কয়েক হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিকে উদ্ধার করতে ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এদিকে কুমিল্লার ময়নামতি সেকশনের জাঙ্গালিয়া এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয়পাশে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
No comments