দ্রুত ‘মধ্যবর্তী নির্বাচন’ চায় এনডিএফ
পাঁচ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নয় মন্তব্য করে দ্রুত ‘মধ্যবর্তী নির্বাচন’ দেওয়ার দাবি জানিয়েছেন নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু।
বৃহস্পতিবার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নীলু জানান, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে দিনি জোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা এনপিপি, এনডিএ, ন্যাপ ভাসানী, লেবার পার্টি. ও ইসলামিক পার্টির একাংশসহ ১০টি দলকে নিয়ে গত ২৫ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে এনডিএফ।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান নীলু মতবিনিময় সভায় বলেন, “পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ঐতিহাসিক ভুল করেছেন। আগামীতে দেশের প্রতিটি নির্বাচনে এনডিএফ অংশ নেবে।”
এনডিএফ ‘সহিংসতার রাজনীতি’ করবে না জানিয়ে নীলু বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের আন্দোলনকে আখ্যায়িত করেন ‘লক্ষ্যবিহীন অভিযাত্রা’ হিসাবে।
“সে সময়ের হত্যা-নৈরাজ্যের জন্য আমিও আসামির কাঠগড়ায় একজন অপরাধী। কিন্তু আমাদের নেত্রী যিনি ছিলেন, তিনি প্রধান আসামি।”
বৃহস্পতিবার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নীলু জানান, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে দিনি জোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা এনপিপি, এনডিএ, ন্যাপ ভাসানী, লেবার পার্টি. ও ইসলামিক পার্টির একাংশসহ ১০টি দলকে নিয়ে গত ২৫ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে এনডিএফ।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান নীলু মতবিনিময় সভায় বলেন, “পাঁচ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ঐতিহাসিক ভুল করেছেন। আগামীতে দেশের প্রতিটি নির্বাচনে এনডিএফ অংশ নেবে।”
এনডিএফ ‘সহিংসতার রাজনীতি’ করবে না জানিয়ে নীলু বিএনপি নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের আন্দোলনকে আখ্যায়িত করেন ‘লক্ষ্যবিহীন অভিযাত্রা’ হিসাবে।
“সে সময়ের হত্যা-নৈরাজ্যের জন্য আমিও আসামির কাঠগড়ায় একজন অপরাধী। কিন্তু আমাদের নেত্রী যিনি ছিলেন, তিনি প্রধান আসামি।”
রাজনৈতিক হয়রানি, গুম, খুন ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারেরও দাবি জানান এনডিএফ চেয়ারম্যান।
অন্যদের মধ্যে এনডিপি চেয়ারম্যান আলমগীর মজুমদার, মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরাত খান ভাসানী, জাগো দলের চেয়ারম্যান আবদলু মালেক চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান সেকান্দর আলী মনি, মহাসচিব আখতার হোসেন, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এ রশীদ প্রধান, মহাসচিব আলী নুর মোহাম্মদ খান সাজু, এনপিপির মহাসচিব আবদুল হাই মণ্ডল, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, ইনসাফ পার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভিন নাসের সুলতানা, সদস্য সচিব পরশ ভাসানী এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
No comments