শিক্ষকরাজনীতি আধিপত্য আর পদোন্নতির জন্য
সর্বনাশা শিক্ষকরাজনীতি থেকে শিক্ষক সমাজকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিক্ষকরা দলবাজি করলে শিক্ষকতা করার দরকার কি। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করছে নিজেদের আধিপত্য আর পদোন্নতির জন্য। তাদের প্রশ্রয়ে শিক্ষাঙ্গন অশান্ত করছে ছাত্ররা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, স্কুল পর্যায় পর্যন্ত রাজনীতি থেকে ছাত্রদের বিরত থাকা উচিত। শুক্রবার বিকেলে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্্যাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষকতা একটি অতি সম্মানীয় পেশা। শিক্ষকরা যদি শিক্ষাদানের পাশাপাশি রাজনীতি করে তবে শিক্ষাদানে গুণগত মান বজায় থাকে না। তিনি বলেন, আমাদের দেশে পদত্যাগের সংস্কৃতি নেই। তিনি আরও বলেন, রাজনীতিতে অবসরের বয়সসীমা প্রয়োজন। কেউ শেষ নিস্বাসের আগে পদ, পদবি ছাড়ে না, ব্যর্থতার জন্য পদত্যাগও করে না। আজকাল দেশে সৌজন্য ব্যানার ফেস্টুন ও সাইনবোর্ডের পরিমাণ বাড়লেও মানুষের ভেতর সৌজন্য বোধ কমে যাচ্ছে। এটা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। তিনি আরও বলেন, রাজনীতিকরা যদি খারাপ হয় তাহলে ভাল লোকেরা রাজনীতিতে আসতে ভয় পায়।
No comments