পাঁচ কনস্টেবল আহত ॥ আসামি ধরতে গেলে ‘ডাকাত ডাকাত’ বলে পুলিশের ওপর হামলে পড়ে গ্রামবাসী
বুড়িচং থানা পুলিশ উপজেলার ইছাপুরা গ্রামে আসামি ধরতে গেলে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিয়ে গ্রামবাসী পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনায় এক এসআইসহ ৫ পুলিশকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।
বৃহস্পতিবার রাতে এ ঘটনার ঘটে। শুক্রবার বুড়িচং থানায় মামলা দায়েরের পর বিকেলে ওই গ্রামে আবারও আসামি ধরতে গেলে গ্রামবাসী পুলিশকে ব্যারিকেড দেয় এবং কুমিল্লা-বুড়িচং সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুরা গ্রামের আবদুর রহমানের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তোতা মিয়াকে (৪২) পুলিশ গ্রেফতার করতে যায়। এ সময় একই এলাকার বিল্লাল হোসেন (২৮), ডিএসবির কনস্টেবল সোলেমানসহ (৩৫) গ্রামের ৪০/৫০ জন মানুষ লাঠিসোটা নিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারপিট করে ৫ পুলিশকে মারাত্মকভাবে আহত করে। আহতরা হচ্ছেন থানার এসআই নাজমুল হক, কনস্টেবল অমর চন্দ্র সূত্রধর, ইব্রাহীম, মতিউর রহমান, সিরাজুল ইসলাম। খবর পেয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আমিরুল আলম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে বুড়িচং থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা হয়। শুক্রবার বিকেলে এ মামলার আসামি বিল্লাল হোসেনকে ধরতে গেলে আবারও পুলিশকে ব্যারিকেড দেয় এলাকাবাসী।
No comments