জলবায়ু ইস্যুতে কক্সবাজারে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ১১ জানুয়ারি ॥ জলবায়ু পরিবর্তনের কারণে সাংবাদিকতার ভবিষ্যত চ্যালেঞ্জ কী হতে পারে; আর সে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কী তা নিয়ে আলোচনা করতে ‘মিডিয়া মিটস ক্লাইমেট’ নামে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজারে শুরু হয়েছে।
বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে হোটেল ওশেন প্যারাডাইজে এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত দেশী- বিদেশী সাংবাদিক, শিক্ষক ও পরিবেশ গবেষক। বিশ্বের ২২টি দেশ থেকে মিডিয়া ক্লাইমেট নেটওয়ার্কের সদস্যরাও রয়েছেন এই আয়োজনে।শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত র্যাগনে বার্টে লান্ড। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানা, মিডিয়া ক্লাইমেট নেটওয়ার্কের কো-চেয়ারপার্সন অধ্যাপক এলিজাবেথ আইডে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান। নরওয়েভিত্তিক মিডিয়া ক্লাইমেট নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
No comments