দেশের নাম বদলাতে চান মেক্সিকোর প্রেসিডেন্ট
মেক্সিকোর দাপ্তরিক নাম বদলে ফেলতে চান সে দেশের প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরন। এ জন্য তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে প্রস্তাবও পাঠিয়েছেন।
দেশটির বর্তমান আনুষ্ঠানিক নাম ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো। এটি বদলে শুধু মেক্সিকো রাখার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট।
স্পেনের কাছ থেকে ১৮২৪ সালে স্বাধীনতা লাভের পর দেশটির নামকরণ করা হয় ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো। বর্তমানে দেশের সব প্রশাসনিক দলিলপত্রে ও মুদ্রার ওপর এই নাম ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট বর্তমান নামটি পরিবর্তন করে শুধুই মেক্সিকো করতে চান। কারণ, বিশ্বে দেশটি মেক্সিকো নামেই পরিচিত।দেশটির বর্তমান আনুষ্ঠানিক নাম ইউনাইটেড স্টেটস অব মেক্সিকো। এটি বদলে শুধু মেক্সিকো রাখার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট।
কংগ্রেসম্যান হিসেবে ২০০৩ সালে প্রথম ক্যালদেরন এই প্রস্তাব করেছিলেন। কিন্তু এর ওপর তখন কোনো ভোটাভুটি হয়নি।
কিছু মেক্সিকানের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকে দুর্নীতির ব্যাপকতার জন্য প্রেসিডেন্টকে নিয়ে বিদ্রূপ করে এর নাম ‘ফ্রড-ল্যান্ড’ বা ‘প্রতারণা রাজ্য’ করতে বলছেন।
সাংবিধানিক এই পরিবর্তন আনতে প্রেসিডেন্টের প্রস্তাবকে কংগ্রেস এবং ৩১টি রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। বিবিসি।
No comments